Monday, September 13, 2010

শেষ কবিতা

যদি বলা হত লিখে যাও আজ শেষের কবিতা খানি...
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.

No comments:

Post a Comment