Monday, November 29, 2010

অন্ধকারেই ছুড়ি ঢিল

কেউ ডাকে না...
তবুও পিছু ফিরে বারে বারে,
সুখের খোঁজ-এ এগোনো হয় না আর|
কেউ শোনে না...
তবুও কেঁদে কেঁদে বারে বারে,
আশাবাদের টিউব-লাইট হয় ফিউস|
তোমাদের লন্ঠন-এ তেল কম,
আর আমার মধ্যে আগুন কম...
তাই এবার কার মত,
অন্ধকারেই ছুড়ি ঢিল |

Sunday, November 28, 2010

ব্যর্থ হচ্ছি অনবরত

ভাবছি একটা কাব্য লিখি তোমার কাজল নিয়ে...
ভাবছি কিছু পংক্তি তে ধরি বিদ্যুত-সম হাসি|
ব্যর্থ হচ্ছি অনবরত,
বেরোয় না সেই সৃষ্টি...
এক পেট খেয়ে মুর্গ-বিরিয়ানি ,
মুখে পুরেছি জেলুসিল খানি ,
অম্বলে আজ হারিয়ে ফেলেছি ক্রিয়েটিভিটির পুষ্টি!

Wednesday, November 24, 2010

ধন্যবাদ

ধন্যবাদ...
ধন্যবাদ তাদের... যারা করে তুলেছে,
প্রতি টি সন্ধ্যা কে রঙিন |
ধন্যবাদ তাদের.. যারা তারিফ করেছে
আমার প্রতিটি সৃষ্টির |
ধন্যবাদ সেই পাতায় ভরা গাছপালা,
সেই সোনালী রোদ্দুর মাখা সকাল গুলো কে|
ধন্যবাদ সেই সম্মতি মাখা হাসি,
সেই আবেগভরা কৃতজ্ঞতা কে |
ধন্যবাদ...
বেঁচে থাকার মুহূর্ত গুলি কে |

পরাবাস্তবিক প্রতিচ্ছবি

পরাবাস্তবিক প্রতিচ্ছবি গুলি
পুনর্বাসিত হচ্ছে প্রতিনীয়ত |
ঘষা কাঁচ এর মত আবছা সিলুএট-এও
আমি দেখতে পাই তোমার গোলাপী হাঁসি |
আমার শুষ্ক কবিতা গুলি কে এসে জল দাও,
আমার নির্জন সন্ধ্যা গুলোয় বাজাও বাঁশি,
আমার অমাবস্যার আকাশে হও কোজাগরী শশী|

বিলীয়মান প্রেম

ফিকে হয়ে যায় হৃত্স্পন্দন
মৃদু হয়ে যায় আর্তি...
স্বপ্নেও আর দেখি না এখন
তোমার সুহাস মূর্তি...

নলিনীর নস্যি

নৈশালোকে নস্যি নিলেন নলিনী মোহন ধর
ঝাঝালো গন্ধে উঠলো ভরে বৈঠক খানা ঘর
হ্যাচ্ছ হাঁচি হাঁচলে সবাই
নলিনী বাবু দিলেন দাবাই
বল্লেন দিতে নাকের ফুটোয় মোষের দুধের সর!

তোমাকে খাওয়াবো হোআইট মিট

তোমাকে খাওয়াবো হোআইট মিট
তোমায় ঘোরাবো কলেজ স্ট্রিট
তোমায় চড়াব সস্তা নাগরদোলা...
তুমিই আমার চিলি চিকেন
তুমিই আমার বুকের পেইন
তোমারি জন্য পড়া ভুলে খাই কানমলা!

Inspired By: Chandrabindu

ডবল রেকর্ড

Guiness Book-এ নাম তুলতে গনেশ মোহন সেন
এক সিটিং-এ খেলেন গিলে দুশ' ষোলো hen
হজম যন্ত্র বিগড়ে গেল
হজমি গুলিও রেকর্ড খেলো!
ডবল রেকর্ড করে গনেশ যশ-খ্যাতি করে gain!

Thursday, November 18, 2010

ফিটনেস সংক্রান্ত

নিউট্রিসন ফ্যাক্ট বলছে ক্যালরি খুবই কম
তাই তো খোকা ওটমিল খায়, খায়না আলুর দম
সাধ থাকলেও ছাড়তে হলো কোর্মা-কাবাব খাওয়া
বিশ্ব-ভুবন জুড়ে কেবল ফিটনেস-এরই হওয়া!
এমন সময় স্বপ্নে এসে দিলেন দেখা তিনি
বললেন, "ওরে পাগলা ভোলা, করছিস কি শুনি?
কইলো খোকা করুন কন্ঠে, "মাফ কর হে দেবী...
ওয়েস্ট-লাইন না কমলে জুটবে না বউ 'হেব্বি'!! "

Wednesday, November 17, 2010

কুস্তি

নিজের সৃষ্টিশীলতার সঙ্গে কুস্তি করছে,
নাম না জানা এক শিল্পী |
ক্যানভাস-এ ধরতে চায় সে....
এক টুকরো যন্ত্রণা |
প্রতিবার এর মত এবারও,
ষড়যন্ত্র করছে জীবন!

একা একা কাব্য লেখার আনন্দ

দেয়াল এর টিকটিকি টার দিকে চেয়ে রই
পরম কৌতুহল-এ....
ওই বিশাল বিস্তৃতি তে,
কিভাবে সে একা রাজত্ত্ব করছে |
চেয়ে রই ওই মনোযোগী মাকড়সার দিকে,
কিভাবে গড়ে তুলছে তিলে তিলে
জটিল জাল রাজ্য |
দেখছি এবং অনুভব করছি,
একা একা কাব্য লেখার আনন্দ |

Wednesday, November 10, 2010

লিমেরিক ১

হরিনাম করে হাবু হামবড়া সুরে
হরমোন-বিলাসীর মন ফুরফুরে
হাঁদারাম হাবাগোবা
প্রেম্কালে হয় বোবা
স্বপ্নের ময়নারা চলে যায় উড়ে!

Tuesday, November 9, 2010

একশ গ্রাম জীবন

একশ গ্রাম জীবন আর হাজার পাউন্ড বোঝা
তার মধ্যে উপরি চাপ ..তোমায় ভালো বোঝা
সহজ ছিলাম আমি , সহজ থাকতে চাই
জটিল হবার হাতছানি আজ দিওনা আমায় তাই

Wednesday, November 3, 2010

বেড়াল-কুত্তা যুদ্ধ

ভিজে বেড়াল এর ভাজা মাছ টায়
ভাড়াটে কুত্তা ভুলে' মুখ দেয়
বেড়াল বলে, "কুত্তে কামিনে!"
কুত্তা বলে, "খিস্তি দিবি নে!"
যুদ্ধ লাগলো চরম, দুজনে
কুত্তা একটু ভারী, ওজনে
অসম যুদ্ধে জিতলো কুকুর
মাছ ভাজা খেয়ে তুলল ঢেকুর...

Tuesday, November 2, 2010

প্রলয় হয়নি বহুকাল...

প্যারানয়েড পৃথিবী তে
প্রলয় হয়নি বহুকাল...
তাই বার বেড়েছে সবার...
সবাই হয়েছে বড় বাল!
হোল হুইট ব্রেড খেয়ে খেয়ে
মস্তানি করে মলয় সেন
ম্যাও ধরা অত সহজ নয়
হাতে ধরো তুমি হারিকেন!!