Monday, November 29, 2010

অন্ধকারেই ছুড়ি ঢিল

কেউ ডাকে না...
তবুও পিছু ফিরে বারে বারে,
সুখের খোঁজ-এ এগোনো হয় না আর|
কেউ শোনে না...
তবুও কেঁদে কেঁদে বারে বারে,
আশাবাদের টিউব-লাইট হয় ফিউস|
তোমাদের লন্ঠন-এ তেল কম,
আর আমার মধ্যে আগুন কম...
তাই এবার কার মত,
অন্ধকারেই ছুড়ি ঢিল |

No comments:

Post a Comment