Wednesday, November 24, 2010

পরাবাস্তবিক প্রতিচ্ছবি

পরাবাস্তবিক প্রতিচ্ছবি গুলি
পুনর্বাসিত হচ্ছে প্রতিনীয়ত |
ঘষা কাঁচ এর মত আবছা সিলুএট-এও
আমি দেখতে পাই তোমার গোলাপী হাঁসি |
আমার শুষ্ক কবিতা গুলি কে এসে জল দাও,
আমার নির্জন সন্ধ্যা গুলোয় বাজাও বাঁশি,
আমার অমাবস্যার আকাশে হও কোজাগরী শশী|

No comments:

Post a Comment