Tuesday, November 9, 2010

একশ গ্রাম জীবন

একশ গ্রাম জীবন আর হাজার পাউন্ড বোঝা
তার মধ্যে উপরি চাপ ..তোমায় ভালো বোঝা
সহজ ছিলাম আমি , সহজ থাকতে চাই
জটিল হবার হাতছানি আজ দিওনা আমায় তাই

1 comment: