Thursday, February 24, 2011

তখন বুঝবি, কাকে বলে বাঁশ

ইস্কাবন এর কালো বিবি
বল না কবে আমার হবি?
খেলতে পারি আমিও
তোদের মতই খেলা...
সূর্য যখন ঢলে পড়বে
আজকে সন্ধে বেলা,
আসিস তখন...
ফেলবো লুকিয়ে রাখা তাস|
প্রতি টি দানেই ওভার ট্রাম্প হবি,
তখন বুঝবি, কাকে বলে বাঁশ!

মশারি খাটিয়েও নেই কোনো সুখ

মশারি খাটিয়েও নেই কোনো সুখ,
সংগ্রামী মশারা মেটাচ্ছে জন্মের ভুখ!
চল যাই ফতওয়া জারি করি,
ওদের কে দাবিয়ে ফেলি|
এমন নৃসংশ ভাবে খুন করবো...
রক্তের স্বাদ ভুলে যাবে বেয়ারা পতঙ্গকুল!

বিপ্লবের আশায় স্কত্চ পান করে বাঘ

হ্যাংলা হাঙ্গর এর ইজ্জত লুটলো
দর্জিপাড়ার লোমশ ভালুক...
শনিবারের সূর্যে পড়ল কালো দাগ|
বিপ্লবের আশায় স্কত্চ পান করে বাঘ!

Monday, February 21, 2011

প্রেম জাগলো পরেশ খুড়োর

প্রেম জাগলো পরেশ খুড়োর
বউ গিয়েছে অনেক দূর, ওর..
চঞ্চল মন নিয়ে
leaving room-এ গিয়ে
খুড়ো দেখলো movie horror!

বরিশালে বড় শালা

বরিশালে বড় শালা বাইলেন নাউ
তাই শুনে চমকালো সুরজিত সাউ
গিয়ে তার বউ পানে
সাউ কয় কানে কানে
"শালা বাবু বরিশালে? গেল কবে, how?!"

Sunday, February 20, 2011

দুঃখজনক পরিসমাপ্তি

দুই পাগলে লড়াই করে, ধস্তাধস্তি খুব,
সুন্দরী এক রাজকন্যের কে হবে মেহবুব!
হঠাত একটি অচেনা বামন
রাজকন্যের জিতে নিল মন
পাগল দুজন মনের দুখে নালায় দিল ডুব!

মলয় সুর এর দুর্গতি

মহেশতলার মলয় সুর মাংস খেতেন বেশি
সেই কারণে পুষ্ট ছিল তার দু'হাতের পেশী
দাম বাড়ল পাঁঠার
মলয় খাচ্ছে বাটার
চর্বি বেড়ে রইলো না আর পেশীর কোনো রেশ-ই !!

বেঁচে থাকো

দুঃখ ছিল, বেদনা ছিল, তুমি দিয়েছিলে বল
ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, তুমি হয়েছিল জল |
রোদ্দুর ছিল, উষ্ণতা ছিল তুমি হয়েছিলে ছায়া
চরম শীতের দিনগুলো তে ছড়ালে উষ্ণ মায়া |
তুমি আমাকে ভুলে গেছ আজ, আমিও ভুলবো তোমায়
ওহে বেপরওয়া রূপসী তুমি, বেঁচে থাকো মোর ক্ষমায়!

Saturday, February 19, 2011

সূর্পনখা

সূর্পনখা তুমি ..প্রপোজ করলে যাকে
সেই কিনা আজ দিলো, তরবারী তব নাকে!
কি ভীষণ এ ব্যভিচার
ইমোশনাল দুরাচার
নারীবাদী কোনো মঞ্চে উঠে বদনাম করো তাকে!

সেই লাল রং

সেই লাল রং ছাড়ে না পিছু
ভগ্ন হৃদয়ে নেই বাকি কিছু |

আর কারো ছবি আসে না মনে
শুধু তোর সোনা মুখ...
এই ভরা সুরা পেয়ালাও আজ
পারে না, দিতে সুখ...

চলে যাবো ছেড়ে বহুদূরে
তোদের এই পোড়া দেশ..
না আছে হেথা বিষ ভালো,
সুধাও হয়েছে শেষ!

অভিনব মাংস

রাত বিরেতে মাংস রাঁধে জল্দাপারার বংকা
উইদাউট এনি হিন্ট অফ পেঁয়াজ, রসুন, লঙ্কা!
রাঁধতে শেখেনি সে
জানত ছোট পিসে,
অভিনব সেই মাংস খেয়ে পিসের ঘুচলো শঙ্কা!

সিলিকন

সুটকে শিবুর একদা সকালে ইচ্ছে জাগলো মনে
বাইসেপ টি ভরিয়ে তুলবে এক কিলো সিলিকনে
কি বিপত্তি হায়
সিলিকন বেঁচে নাই
কিছুটা গেছে চিপ বানাতে বাকি টা গেছে স্তনে !

Friday, February 18, 2011

ঝুনঝুনি শেঠ

ঝরিয়ার ব্যবসায়ী ঝুনঝুনি শেঠ
হঠাত জাগলো শখ খেলবে ক্রিকেট
আট খানা ডিম খেয়ে
নেমে পরে ব্যাট নিয়ে
ফিল্ডার বধ করে বিষাক্ত পেট!

Wednesday, February 16, 2011

কেন এমন করলি ?

কেন এমন করলি ?
উত্তর খুঁজতে বসে চুলকে যাচ্ছে
ম্যাটল্যাব কোড|
শুধু একবার মুখোমুখি হওয়ার ছিল
তোর চোখে দেখতাম নিজের ছবি|
জেনে নিতাম তোর ভালো লাগা, মন্দ লাগা,
তোর রাত দেড়টার হবি |
তুই হাসলেই হাজার টা কবিতা লিখতে পারি..
তোকে একবার দেখার মধ্যেই ছিল আমার জয়|
আমায় জিত তে দিলি না...
জানি না...বুঝতে পারি না...
কেন এমন করলি ?

Wednesday, February 9, 2011

শশীর মাফিয়া জয়

সরকারী সমনে সরিষার শশী
মিশরের মাফিয়া কে মেরে এলো ঘুষি
জিতে এসে যুদ্ধে
গোটা ছয় পদ্যে
জাহির করলো সে মানসিক খুশি!

Anti-Climax

হাঁকু পাকু মনে ব্যস্ত সকালে ফোন খুলে দেখি সদা
কখন আসবে, কখন আসবে, এস. এম. এস ফ্রম রাধা
এমন সময় বাজলো "বিপ",
মন করে ওঠে ঢিপ ঢিপ ঢিপ
ফোন খুলে দেখি ম্যাসেজ করেছে বালুরঘাট-এর দাদা !

Monday, February 7, 2011

রোমিও-জুলিয়েট বিচ্ছেদ

রোমিও গিয়েছে রোম, লিখতে রম্য রচনা,
বোর হয়ে তাই জুলিয়েট করে, নতুন প্রেমের সূচনা |
গোলাপ কাননে দিন চার,
জমিয়ে হলো অভিসার,
রোমিও কে শেষে জুলিয়েট কয়, "স্বপ্নে আমাকে খুঁজো না!"

Saturday, February 5, 2011

বুক ফেয়ার-এ ফেয়ার মুখ

বুক ফেয়ার-এ হঠাত দেখে, ফেয়ার একটি মুখ,
কোক খেতে গিয়ে বিষম খেলাম, কাশলাম "খুক খুক"
উর্বশী-সম সাজে,
এলো সে ধুলোর মাঝে...
অচেনা হাসি তে জাগালো মনে অহেতুক ধুক-পুক!

পেড়া-র মূল্য

আগরপাড়ার সাগর বেড়া
কিনতে গেলেন সাত শো পেড়া
দোকানদার ওই নরেন্দ্র দাস
দাম হাঁকলে হাজার সাতাশ!
সাগর বলে, "হায় রে পাগল...
বেচছিস তুই, পেড়া না ছাগল??"
নরেন বলে মুচকি হেসে
কোয়ালিটি তার নয়কো যে সে,
"মুল্যব্রিধি বাড়ছে সাঁ সাঁ..
পেড়া যদি চান একদম খাসা,
দাম দিয়ে যান আকাশ ছোঁয়া..
নয়তো চিবান মুড়ির মোয়া!"

Thursday, February 3, 2011

তোকে আমি চিনি বহুদিন

তোকে আমি চিনি বহুদিন...
সেই সেদিনের কথা,
যেদিন জাগাতো বিভীষিকা মনে
উনিশের নামতা |

তোকে আমি চিনি বহুদিন...
অনেক বছর থেকে,
যেদিন যেতাম খেলতে দুপুরে
ফাঁকি দিয়ে মা' র চোখে |

তোকে আমি চিনি বহুদিন...
সেই গ্রীষ্মের ছুটি,
যেদিন আমরা গুড়-আম নিয়ে
করেছি ঝগড়া-ঝাটি |

তোকে আমি চিনি বহুদিন...
সেই যে পুজোর বাড়ি,
যেদিন আমার দুষ্টুমি তে
আমাদের হলো আড়ি |

সেই যে সেদিন চলে গেলি তুই...
আর তো এলি না ফিরে,
বিশ্বাস কর, আজও আমি দেখি
স্বপ্ন তোকেই ঘিরে |

Wednesday, February 2, 2011

আমার হারানো সুর

আমার হারানো সুখের ঠিকানা আছে
সেই বাউল এর গানে
একতারা যার বাজতো সদা-ই
পৌষমেলা প্রাঙ্গনে |

আমার হারানো খুশি জমা রেখেছে
সেই মেয়েটা আজ
লাস ভেগাস এর পানশালা তে
যে গেয়েছিল jazz |

সুরের খোজে অসহায় আমি
চলেছি অনেক দূর
লোকাল ট্রেন এর কামরায় বাজে
আমার হারানো সুর!