দুঃখ ছিল, বেদনা ছিল, তুমি দিয়েছিলে বল
ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, তুমি হয়েছিল জল |
রোদ্দুর ছিল, উষ্ণতা ছিল তুমি হয়েছিলে ছায়া
চরম শীতের দিনগুলো তে ছড়ালে উষ্ণ মায়া |
তুমি আমাকে ভুলে গেছ আজ, আমিও ভুলবো তোমায়
ওহে বেপরওয়া রূপসী তুমি, বেঁচে থাকো মোর ক্ষমায়!
No comments:
Post a Comment