কেন এমন করলি ?
উত্তর খুঁজতে বসে চুলকে যাচ্ছে
ম্যাটল্যাব কোড|
শুধু একবার মুখোমুখি হওয়ার ছিল
তোর চোখে দেখতাম নিজের ছবি|
জেনে নিতাম তোর ভালো লাগা, মন্দ লাগা,
তোর রাত দেড়টার হবি |
তুই হাসলেই হাজার টা কবিতা লিখতে পারি..
তোকে একবার দেখার মধ্যেই ছিল আমার জয়|
আমায় জিত তে দিলি না...
জানি না...বুঝতে পারি না...
কেন এমন করলি ?
biddu tui কেন এমন করলি?
ReplyDeleteকেন এমন করলি?
ReplyDeleteচুলকে যাচ্ছে
ReplyDelete