তোকে আমি চিনি বহুদিন...
সেই সেদিনের কথা,
যেদিন জাগাতো বিভীষিকা মনে
উনিশের নামতা |
তোকে আমি চিনি বহুদিন...
অনেক বছর থেকে,
যেদিন যেতাম খেলতে দুপুরে
ফাঁকি দিয়ে মা' র চোখে |
তোকে আমি চিনি বহুদিন...
সেই গ্রীষ্মের ছুটি,
যেদিন আমরা গুড়-আম নিয়ে
করেছি ঝগড়া-ঝাটি |
তোকে আমি চিনি বহুদিন...
সেই যে পুজোর বাড়ি,
যেদিন আমার দুষ্টুমি তে
আমাদের হলো আড়ি |
সেই যে সেদিন চলে গেলি তুই...
আর তো এলি না ফিরে,
বিশ্বাস কর, আজও আমি দেখি
স্বপ্ন তোকেই ঘিরে |
No comments:
Post a Comment