Monday, March 28, 2011

দুষ্যন্ত ও শকুন্তলা: এক অন্য আঙ্গিক

দুষ্যন্ত গাইল গান ছাইয়া ছাইয়া ছাইয়া
শকুন্তলা চিল্লিয়ে কয়, "চুপ হো যাও ভাইয়া "
কইলো রাজা, "ভাই কেন কও, তুমি হবে মোর রাণি..."
উত্তরে কয় শকুন্তলা, "ফুট লে রাজা জানি! "
রিজেকশন এর শক যেন আজ হাজার খানিক ভোল্ট,
দুঃখ ভুলতে পান করে রাজা স্কচ সিঙ্গেল মল্ট!

Saturday, March 26, 2011

লুঙ্গি ভিজলো মামার

লুঙ্গি ভিজলো মামার, খেয়ে দুই মণ গলদা
অস্থির হয়ে মামিমা ছোটেন সিউড়ি থেকে মালদা
অদ্ভূত এক ব্যারাম
জীবন করলে হারাম
হোমিওপ্যাথিক ওষুধ শেষে দিলেন রাঁচির ফুলদা' !

Friday, March 25, 2011

পরের তেল

তেল মারে শীতকালে শিবু তলাপাত্র
পেল্লায় ভুড়ি টা তে ছয় শিশি মাত্র!
যেভাবে বাড়ছে পেট
তেল এক্ঝৌস্টেড
হাতাতে পরের তেল, শিবু তোলে গাত্র!

হেগো পদ্য

কখনো জটিল, কখনো সরল|
কখনো কঠিন, কখনো তরল|
শুরু হয়ে সেই বিরাশি সালে,
হাগা হয়ে যায় রোজ সকালে |
আজও হেগেছি দুইবার খাসা,
কমোডের জলে পীত ভাসা ভাসা|
আজকের এই লঘু পদ্য
হাগার জন্য লিপিবদ্ধ!

Sunday, March 20, 2011

দুরমুশ হলো আত্ম-বিশ্বাস

যাকে একদিন বিশ্বাস করে সঁপেছি নিজের আত্মা
দুরমুশ হলো আত্ম-বিশ্বাস..না পেয়ে তার পাত্তা!
নিজেকে বেচতে তৈরি ছিলাম, সাজিয়ে ছিলাম ঘুটি
বিষাক্ত সব দুর্ভাগ্যে বেচাকেনা হলো মাটি!
না বলা সব আবেগ গুলো ফালতু গেছিল ভরে
রক্ত স্রাব এর মতই যেন সব কিছু গেল ঝরে!!

Friday, March 4, 2011

চন্দনা

যন্ত্রের কাছে হার মেনে আজ
কাজ হারালো চন্দনা...
যন্ত্র সে না, মানুষ ভীষণ,
তাই বুকে তার যন্ত্রণা !
উত্পাদনে আনতে গতি
চাই না তাকে কাজে...
পেটের দায়ে চন্দনা তাই
হয়েছে মেয়ে বাজে!!

নবাব এর কীর্তি

দামামা বাজছে দরবারে..আসছে নবাব ওই
হাতে রয়েছে হুজুরের আজ, নিষিদ্ধ নীল বই!
বই খুলে ভরা সভার মাঝে
নবাব পড়েন গল্প বাজে
বিদগ্ধ সব সভাসদ গণ করলেন হই চই!