Saturday, December 8, 2012

রাত্রি

রাত্রি তুমি রূপ বদলাও,
প্রতি সপ্তাহ শেষে।
রাত্রি আমার ভালবাসা তবু 
রয়ে যাবে একপেশে ...
রাত্রি তুমি আলো-আঁধারি 
রাত্রি তুমি গোপন,
রাত্রি তোমার মধুর সুরে 
প্রেম হয়েছে রোপণ।
রাত্রি তুমি বলছ আমায়,
বদলে গেছি আমি?
রাত্রি তোমায় ধরব বলে 
হয়েছি অস্তগামী! 

Thursday, November 8, 2012

এলোমেলো ঘর

যার ঘর এটা, লজ্জায় তার 
মাথা হয়ে যাবে হেঁট,
চাড্ডি  ঝোলে টেবিল ফ্যানে 
চেয়ারে পাজামা সেট!
রেনকোট টি সোফার উপর  
স্থিতি-জাড্যয় স্থির
কলঙ্কিত কাপ-ডিশ যত 
মেঝেতে করেছে ভিড় !
দরজায় ঝোলে প্যান্টুল গুলি 
বেশি ভাগ সব বাসি, 
ভেজা গামছায় ঢাকা পরেছে 
জানলার পাসে এ. সি !
বিছানায় শুয়ে টিকটিকি এক 
হরিহর তার নাম,
প্রাণ-কাঁপানো মোজার গন্ধে 
অবদান রাখে ঘাম!   
যার ঘর এটা, জানাচ্ছি তাকে  
শত সহস্র ধিক!
কি বলো  হে?! তোমারি ঘর?
অনুমাণ টা ঠিক! 

 


Friday, October 5, 2012

সিরিয়াল কিলার

মন গেছে চুরি 
হরিধন বালার...
হৃদয় হারিয়ে সে,
সিরিয়াল কিলার!
কিল মারে একে-ওকে 
কিল মারে নাকে,
কিল মারে বন্ধুর
জায়মান টাকে! 

Tuesday, September 25, 2012

গন্ডি

চারপাশে কাটি গন্ডি যত্নে...
তবু মাঝে মাঝে  বেয়াড়া সূর্য,
ছায়া ফেলে তোর লম্বা! 

Sunday, September 23, 2012

কর্কট

টেনে নেব তোমাকে এমনি ভাবে
সিগারের ধোঁয়ার মত,
যত খুশি বিষ ছড়াও আমার ফুসফুসে...
সমস্ত ধমনী তে,
শিরায় শিরায় যেভাবে ছড়িয়ে পড়েছে
তোমার কাজল...আর কোনো রোগ কে
পাই না আমি ভয়!

Wednesday, September 19, 2012

শাস্তি

এক এক করে সবই যাবে...
প্রথমে হৃত্পিণ্ড,
তারপর মেরুদন্ড,
এরপর পালা মস্তিষ্কের...
কঠিন শাস্তি এমনই,
একতরফা ইশ্ক-এর!

Monday, September 17, 2012

আর্ম স্ট্রং

হারিয়ে গেল চাঁদ
কেড়ে নিয়ে সব রং,
শক্ত করে ধরব আবার..
বানাচ্ছি আর্ম স্ট্রং!

Sunday, September 9, 2012

আর এক খানি আকাশ আছে

আর এক খানি আকাশ আছে..
বিস্তৃত আরও, আরও রঙিন,
হয়ত আর এক সূর্য সেখানে
রোদ্দুরে করে রাত কে দিন...
ঠিকানার খোঁজ সেই আকাশের
করে যায় মন অন্তহীন! 

Monday, August 27, 2012

বৃথা আশা

অভ্যাস তুই অন্য কারো,
আমার নতুন নেশা....
অন্য কে দিস আলোর হদিস
আমায় বৃথাই আশা! 

Thursday, August 23, 2012

নোঙ্গরে কামড়

হাবুদের জাহাজের চকচকে নোঙ্গরে,
কামড়টি বসালো পাগল এক হাঙ্গরে |
নোঙ্গরের শোকে হাবু কান্নায় ব্যস্ত,
বাবা কয়,"তবু ভালো জাহাজটি আস্ত!"

বিশুদ্ধ carb

সদাশিব আমরে,
এই খেলো কামড়ে,
এক কাঁদি কলা বহু সুখে |
বিশুদ্ধ carb-এ,
energy বাড়বে,
দাঁড়াবে যুদ্ধে সদা রুখে! 

Tuesday, August 7, 2012

ধন্য


হেসেছি তোমার জন্য
কেঁদেছি তোমার জন্য
জানি না আজকে আমি না তুমি,
কে বেশি হয়েছে ধন্য? 


Monday, August 6, 2012

ঢেউ


জানি তোর কান্না-হাসির হিসেব রাখে
অন্য কেউ,
জানি তোর ভীষণ ভাবে খেয়াল রাখে 
অন্য কেউ...
তবুও মানে না মন,
নীতিগত স্বশাসন...
নির্মূল করে বিবেক কে এসে অবুঝ 
প্রেমের ঢেউ! 

Thursday, August 2, 2012

গড্ডলিকা প্রবাহে

গড্ডলিকা প্রবাহে ভেসে গিয়ে
উড়ে ছিলাম আকাশে,
আজব সম্মোহনে এখনো ভাসছি
অবজ্ঞা করে হাতছানি তোমার....

এর চেয়ে হিমালয়-ই বোধ হয়
বেশি শান্তি দিত |

বিদায়

সাবমেরিনে সুতপা,
গন্তব্য পাতাল |
কাজ নয় তার গুড-বায় শোনা
আমি যে আজকে মাতাল...
কি এসে যায়? সকালের টোস্ট 
মাখন ছাড়াই হবে,
সন্ধেগুলো শান্তি তে যাব
মোহন দাস এর পাব-এ! 


স্পর্ধা

দেখিয়েছিলাম স্পর্ধা,
তোমায় সরাতে দুরে...
কাজল-কালো চাহনি তে তাই,
হৃদয় গেল পুড়ে!

Thursday, June 21, 2012

প্রতিবিম্ব

ইউরিনালের জমে থাকা মূত্রে....
দেখতে পেলাম তোমার প্রতিবিম্ব,
এ কেমন অসুখ,
যা জীবাণুর মধ্যেও খোঁজে
বেঁচে থাকার পাঁচন?

Wednesday, May 30, 2012

কৈফিয়ত

শৌখিন ভাবে পারিনি খেতে
মাংস খেয়েছি খুবলে,
তাই কি তুমি কমোডের জলে
হঠাত আজকে ডুবলে ?

Saturday, April 14, 2012

দিদি

দিদি তুই এমন খেপিস ক্যান?
বাচ্ছারা তো আঁকবে, লিখবে
এটা-সেটা হ্যান ত্যান....
দিদি তুই এমন খেপিস ক্যান?
দিদি তুই শান্ত হয়ে রাজ্য চালা,
তুচ্ছ লোকে করুক খেলা,
দিস নে তাতে কান....
দিদি তুই এমন খেপিস ক্যান?

Sunday, April 1, 2012

April Fool

বোকা হয়েছি অনেক আগেই
আমারি ছিল ভুল...
ভালোবাসো ভেবে এগিয়েছিলাম,
সেদিন থেকেই fool!

Wednesday, March 21, 2012

প্যান্টুল

প্যান্টুল,
তুই ভিজে যাস কেন বার বার?
অস্বস্তি তে ফেলে দেওয়া
তোর কারবার...
প্যান্টুল
তুই ব্যর্থ কেন চাপতে,
সেই দোষ গুলো? ভেবে ভেবে
আমি জেরবার!

Saturday, March 3, 2012

কু-ভাবনা

এগিয়ে যাবার মুরদ নেই
পিছিয়ে পড়াও স্বভাব না
মাঝপথে একা দাঁড়িয়ে তারাই
জমে ওঠা যত কু-ভাবনা!

Wednesday, February 22, 2012

খুন হচ্ছে প্রেম

এইভাবেই শত শত বার
খুন হচ্ছে প্রেম....
আর প্রাণপণে আমি ভাবি,
যদি হয় এটা দুঃস্বপ্ন...
অথবা ভিডিও গেম!

Saturday, February 18, 2012

তারা ধরবার রোগ

আলো ঝলমলে শহরের পথে,
হেঁটে চলেছি রাতের সাথে....
মাটির সঙ্গে নেই যোগাযোগ,
তারা ধরবার চেপেছে যে রোগ!

Saturday, February 4, 2012

এখনো লেগে আছ তুমি

এখনো লেগে আছ তুমি....
আমার হৃদয়ের বেয়ারা অলি-গলি তে,
পাঁঠার হাড়ের ফাঁকে ফাঁকে
না খেতে পারা মাংসের মত |
ক্ষরণ হচ্ছে হরমন,
শুনছি আর.ডি. বর্মন|

ইন্টার্ভিউ সোমবার

লড়ে যাচ্ছি ভিড়ের মাঝে
নই কো পাত্র দমবার,
চাকরি টা বস পেতেই হবে
ইন্টার্ভিউ সোমবার |
বেলা বয়ে যায়, সি প্লাস প্লাস টা
এখনো হয়নি রপ্ত,
টেনশন হয়, কোম্পানি ভাবে,
প্রতিভা আমার সুপ্ত |
তার বেসিস-এ চাকরি টা যদি
লাগিয়ে ফেলি ফ্লুকে,
কে জানে হয়ত বেলা বোস এসে
জড়িয়ে ধরবে বুকে!

Monday, January 30, 2012

মাতা সরস্বতী-র প্রতি...

বিদ্যা তো মা অনেক দিলে,
বালান দাও এবার...
ফ্যান্টাসি জমে পাহাড় হয়েছে
ছাড়ান দাও এবার |

Tuesday, January 24, 2012

মেনে নেব

মেনে নেব এই "না"...
মেনে নেব সব বাহানা |
মানতে আমি পারবো না আজ
একটাই কথা শুধু,
আমায় ভেবে কখনই তুই,
উতলা হসনি মৃদু!

Friday, January 20, 2012

সুলোচনের সন্দেশ

বানালো যা সন্দেশ
সুলোচন ময়রা...
প্রশংসা করে গেল
সিলেট-এর রায় রা!
সন্দেশে সুলোচন,
দিলে যেন কি পাঁচন,
খেয়ে তা, খুলে হয়
দৈনিক কি রেচন!

Tuesday, January 17, 2012

হুলো দের পুকুরে

হুলো দের পুকুরে,
মুলতানি কুকুরে,
করেছিল ঠ্যাং তুলে হিসি |
জল হলো ম্যাজিকাল,
টাক থেকে ওঠে বাল,
আসে সব হাতে নিয়ে শিশি!

Friday, January 13, 2012

কিন্তু বা কোন শর্তে?

সোমালিয়ার শ্মশানে,
ফ্যামিলিয়ার ফ্যাশানে,
দেখেছি তোমায় পুড়তে....
করতাম অনুসরণ,
যেতাম সহমরণ,
কিন্তু বা কোন শর্তে?

Thursday, January 12, 2012

রাশিয়ান স্যালাডে

রাশিয়ান স্যালাডে
গুড় দেন বেলা দে...
চমকান অতিথি সকল,
বেলা কন, "তাতে কি,
রুল নেই সাবেকি,
বানাতে হবেই অবিকল! "

Wednesday, January 11, 2012

মজবুর

বিয়ে করা বউ এর বেগুনি
ম্যাগি হাতায়,
মুগডালের ম্লেচ্ছ ছাপ...
মজবুর করেছে আজকে আমায়
করতে কঠিন পাপ!

Monday, January 9, 2012

গোইং গ্রীন

পড়ছে ই-বুক,
উঁচিয়ে চিবুক,
নতুন যুগের মানুষ সব |
বইয়ের কাগজ,
বাঁচছে যে রোজ,
"গোইং গ্রীন" উঠছে রব!