স্পর্ধা
"... বেকার সবই তা ..."
Monday, August 27, 2012
বৃথা আশা
অভ্যাস তুই অন্য কারো,
আমার নতুন নেশা....
অন্য কে দিস আলোর হদিস
আমায় বৃথাই আশা!
Thursday, August 23, 2012
নোঙ্গরে কামড়
হাবুদের জাহাজের চকচকে নোঙ্গরে,
কামড়টি
বসালো পাগল এক হাঙ্গরে |
নোঙ্গরের শোকে হাবু কান্নায় ব্যস্ত,
বাবা কয়,"তবু ভালো জাহাজটি আস্ত!"
বিশুদ্ধ carb
সদাশিব আমরে,
এই খেলো কামড়ে,
এক কাঁদি কলা বহু সুখে |
বিশুদ্ধ carb-এ,
energy বাড়বে,
দাঁড়াবে যুদ্ধে সদা রুখে!
Tuesday, August 7, 2012
ধন্য
হেসেছি তোমার জন্য
কেঁদেছি তোমার জন্য
জানি না আজকে আমি না তুমি,
কে বেশি হয়েছে ধন্য?
Monday, August 6, 2012
ঢেউ
জানি তোর কান্না-হাসির হিসেব রাখে
অন্য কেউ,
জানি তোর ভীষণ ভাবে খেয়াল রাখে
অন্য কেউ...
তবুও মানে না মন,
নীতিগত স্বশাসন...
নির্মূল করে বিবেক কে এসে অবুঝ
প্রেমের ঢেউ!
Thursday, August 2, 2012
গড্ডলিকা প্রবাহে
গড্ডলিকা
প্রবাহে ভেসে গিয়ে
উড়ে ছিলাম আকাশে,
আজব সম্মোহনে এখনো ভাসছি
অবজ্ঞা করে হাতছানি তোমার....
এর চেয়ে হিমালয়-ই বোধ হয়
বেশি শান্তি দিত |
বিদায়
সাবমেরিনে সুতপা,
গন্তব্য পাতাল |
কাজ নয় তার গুড-বায় শোনা
আমি যে আজকে মাতাল...
কি এসে যায়?
সকালের টোস্ট
মাখন ছাড়াই হবে,
সন্ধেগুলো শান্তি তে যাব
মোহন দাস এর পাব-এ!
স্পর্ধা
দেখিয়েছিলাম স্পর্ধা,
তোমায় সরাতে দুরে...
কাজল-কালো চাহনি তে তাই,
হৃদয় গেল পুড়ে!
Thursday, June 21, 2012
প্রতিবিম্ব
ইউরিনালের জমে থাকা মূত্রে....
দেখতে পেলাম তোমার প্রতিবিম্ব,
এ কেমন অসুখ,
যা জীবাণুর মধ্যেও খোঁজে
বেঁচে থাকার পাঁচন?
Wednesday, May 30, 2012
কৈফিয়ত
শৌখিন ভাবে পারিনি খেতে
মাংস খেয়েছি খুবলে,
তাই কি তুমি কমোডের জলে
হঠাত আজকে ডুবলে ?
Saturday, April 14, 2012
দিদি
দিদি তুই এমন খেপিস ক্যান?
বাচ্ছারা তো আঁকবে, লিখবে
এটা-সেটা হ্যান ত্যান....
দিদি তুই এমন খেপিস ক্যান?
দিদি তুই শান্ত হয়ে রাজ্য চালা,
তুচ্ছ লোকে করুক খেলা,
দিস নে তাতে কান....
দিদি তুই এমন খেপিস ক্যান?
Sunday, April 1, 2012
April Fool
বোকা হয়েছি অনেক আগেই
আমারি ছিল ভুল...
ভালোবাসো ভেবে এগিয়েছিলাম,
সেদিন থেকেই fool!
Wednesday, March 21, 2012
প্যান্টুল
প্যান্টুল,
তুই ভিজে যাস কেন বার বার?
অস্বস্তি তে ফেলে দেওয়া
তোর কারবার...
প্যান্টুল
তুই ব্যর্থ কেন চাপতে,
সেই দোষ গুলো? ভেবে ভেবে
আমি জেরবার!
Saturday, March 3, 2012
কু-ভাবনা
এগিয়ে যাবার মুরদ নেই
পিছিয়ে পড়াও স্বভাব না
মাঝপথে একা দাঁড়িয়ে তারাই
জমে ওঠা যত কু-ভাবনা!
Wednesday, February 22, 2012
খুন হচ্ছে প্রেম
এইভাবেই শত শত বার
খুন হচ্ছে প্রেম....
আর প্রাণপণে আমি ভাবি,
যদি হয় এটা দুঃস্বপ্ন...
অথবা ভিডিও গেম!
Saturday, February 18, 2012
তারা ধরবার রোগ
আলো ঝলমলে শহরের পথে,
হেঁটে চলেছি রাতের সাথে....
মাটির সঙ্গে নেই যোগাযোগ,
তারা ধরবার চেপেছে যে রোগ!
Saturday, February 4, 2012
এখনো লেগে আছ তুমি
এখনো লেগে আছ তুমি....
আমার হৃদয়ের বেয়ারা অলি-গলি তে,
পাঁঠার হাড়ের ফাঁকে ফাঁকে
না খেতে পারা মাংসের মত |
ক্ষরণ হচ্ছে হরমন,
শুনছি আর.ডি. বর্মন|
ইন্টার্ভিউ সোমবার
লড়ে যাচ্ছি ভিড়ের মাঝে
নই কো পাত্র দমবার,
চাকরি টা বস পেতেই হবে
ইন্টার্ভিউ সোমবার |
বেলা বয়ে যায়, সি প্লাস প্লাস টা
এখনো হয়নি রপ্ত,
টেনশন হয়, কোম্পানি ভাবে,
প্রতিভা আমার সুপ্ত |
তার বেসিস-এ চাকরি টা যদি
লাগিয়ে ফেলি ফ্লুকে,
কে জানে হয়ত বেলা বোস এসে
জড়িয়ে ধরবে বুকে!
Monday, January 30, 2012
মাতা সরস্বতী-র প্রতি...
বিদ্যা তো মা অনেক দিলে,
বালান দাও এবার...
ফ্যান্টাসি জমে পাহাড় হয়েছে
ছাড়ান দাও এবার |
Tuesday, January 24, 2012
মেনে নেব
মেনে নেব এই "না"...
মেনে নেব সব বাহানা |
মানতে আমি পারবো না আজ
একটাই কথা শুধু,
আমায় ভেবে কখনই তুই,
উতলা হসনি মৃদু!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)