Friday, December 3, 2010

স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা

সূর্য্য মাখা ক্লান্ত সকালে,
স্বপ্ন, আশা, ও সমঝোতা নিয়ে...
এসে ছিলাম বদলে যেতে |
বদলে ফেলেছি অনেক কিছুই,
কিছু শুন্যস্থান ছাড়া|
স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা...
চেনা মানুষ ও অচেনা পরিস্থিতির মাঝে |






No comments:

Post a Comment