Tuesday, December 21, 2010

গড়ে উঠেছে যন্ত্রণা

তিল তিল করে গড়ে উঠেছে যন্ত্রণা
এত সহজে ধুলো করে দিতে পারো না|
ক্ষমতা তোমার অসীম...
তোমার চোখের নেশায় প্রলয় রচনা হয়|
তবু বলি...
আমার যন্ত্রণার ভিত
তোমার হৃদয়ের থেকেও কঠিন!

No comments:

Post a Comment