Saturday, December 25, 2010

হাস্নুহানা

গোধুলির সোনালী রোদে খুঁজে পেয়েছিলাম
আমার হাস্নুহানা কে ...
যার হাসি তে সূর্য উঠত...
ফুল ফুটত গুলমোহর এর বাগিচায়|
যার অতলান্ত চোখের গভীরে ঝাপ দিয়েছিলাম,
নির্ভয়ে|
তলিয়ে যাচ্ছি সে মায়াবী-মধুর নির্মমতায়
সম্মতির খরকুটো দিয়ে
আমাকে বাচাতে পারে কেবল সেই |

No comments:

Post a Comment