আমায় বোকা ভেব না...
আমি একজন ভালো অভিনেতা,
বোকামোর অভিনয় করি নিরন্তর |
ঠিক যেমন তুমি অভিনয় করো প্রেম এর|
এসো জুটি বাঁধি,
দুজনে মিলে মঞ্চস্থ করি
মধুর এক মিথ্যাচার!
মিথ্যা পাশে থাকা তেও আনন্দ,
পেশাদার স্পর্শে খুঁজে নেব সান্ত্বনা|
জমাট সংলাপে থাকবে কেবল সোহাগ,
থাকবে না কোনো দ্বন্দ্ব!
No comments:
Post a Comment