Monday, December 13, 2010

তুমি যে আমার সূর্যও

সবুজ বোতলে বন্দি তরলীকৃত শান্তি
আর দুপুরের নিরীহ রোদ্দুর....
আমার হিংসা মাখানো যন্ত্রনায় লাগায়
আরাম-প্রলেপ|
আমার কবিতা তুমি বোঝো না...
ক্ষতি নেই তাতে|
শুধু এটুকু বোঝো...
তুমি শুধু নও আমার রোদ্দুর,
তুমি যে আমার সূর্যও!

No comments:

Post a Comment