Sunday, December 26, 2010

আমাকে পূর্ণ করো

কি বলে ডাকব তোমায় ওহে বেপরওয়া রূপসী ?
কি নাম বসাব ভেজা কবিতার শুন্যস্থান গুলোয়...
বলে দাও |
বলে দাও কিভাবে কাটাব
সিগারেট-হীণ শুকনো সন্ধ্যা গুলো?
কি বলে ডাকব তোমায়...জ্যোত্স্না না জোনাকি?
নাকি শুধুই বহ্নি-শিখা তুমি?
তুমি যেই হও...
আমাকে পুড়িও না এমন নির্মমভাবে
আমাকে পূর্ণ করো, আমাকে পূর্ণ করো|
তোমার মধ্যে সঞ্চিত উষ্ণতায়
ভরে দাও আমার প্রতি টি শীতল গ্রন্থী কে|

No comments:

Post a Comment