Wednesday, February 2, 2011

আমার হারানো সুর

আমার হারানো সুখের ঠিকানা আছে
সেই বাউল এর গানে
একতারা যার বাজতো সদা-ই
পৌষমেলা প্রাঙ্গনে |

আমার হারানো খুশি জমা রেখেছে
সেই মেয়েটা আজ
লাস ভেগাস এর পানশালা তে
যে গেয়েছিল jazz |

সুরের খোজে অসহায় আমি
চলেছি অনেক দূর
লোকাল ট্রেন এর কামরায় বাজে
আমার হারানো সুর!

No comments:

Post a Comment