Monday, January 31, 2011

সৎকার

খুন হওয়া স্বপ্নের লাশ থেকে
দুর্গন্ধ বেরোয় বিশ্রী |
সৎকার করো, কবর দাও ওকে,
বেওয়ারিশ বিভৎস ওই শব..
নবীন স্বপ্ন-বিলাসী দের দেয়
নিরন্তর নিরুৎসাহ |

Sunday, January 30, 2011

শুনছ আমার চাঁদ?

শুনছ আমার চাঁদ ?
মনে জাগছে সাধ...
একটি বার এর জন্য
হতে চাই আমি ধন্য
তোমার চোখে তে রেখে চোখ
চুমুক মারব ডায়েট কোক...
বলো আসবে?
যদি আসো...
এসে মিস্ড কল দিও...
আমিও আসবো ছুটে,
বগলে মেখে ডিও|

Thursday, January 27, 2011

রুদ্র সেন এর ডায়েরি

রুদ্র সেন জেগে আছে আজ,
লিখছে এখনো ডায়েরি...
অনেক চেষ্টা, হিজিবিজি কাটা
আসছে না সেই শায়েরী!
ইচ্ছা আজকে লিখবে সে এক
ভয়ানক ভালো গজল,
ফিকে হয়ে যাওয়া অনুভূতি গুলি
বিদ্রোহ করে প্রবল!
দেয়াল এর ওই মাকড়সা টা
বিস্তার করে জাল
রুদ্র করছে চেষ্টা এখনো..
ভাবনায় বেসামাল!
চেষ্টা করো, চেষ্টা করো,
চেষ্টা ছেড়ো না তুমি ,
কাব্য লেখো তাদের জন্য
যারা হারিয়েছে জমি!

Monday, January 24, 2011

আমরা করবো জয়

ম্যানহাটান এর সেই ছেলেটা
বাজিয়েছিল গীটার...
গান গেয়েছিল জীবনমুখী
নাম তার পীট সিগার |
গান তার আজ শুনতে পেলাম
সেই ছেলেটার কন্ঠে,
আজ যে হয়েছে শ্রমিক শিশু
শহরের উপকন্ঠে |
একই রকম আশাবাদী সুর
ছড়ালো শহর-ময়
চিতকার করে গাইল সে আজ
"আমরা করবো জয়!!"

Monday, January 17, 2011

ফিরে আয়

কোনোদিন তুই মন বদলে আসিস ঘুমোতে যদি
রোজ রাতে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি গদি
মিস করি তোকে ফাঁকা বিছানায়
ফাঁকা স্বপ্নে বেঁচে থাকা দায়
ফিরে আয় ওরে শুকনো জীবনে, আমার হারানো নদী!

Saturday, January 15, 2011

ফেসবুক টা কি?

সকাল বেলা শক্তিগড় এর শক্তিপদ চাকি
ছেলের কাছে প্রশ্ন রাখেন, "ফেসবুক টা কি?"
কইলো ছেলে কম্বুকন্ঠে, "শোনো হে পিতৃদেব....
ফেসবুক এক অদ্ভূত মায়া ইনসাইড দা ওয়েব!
একই সঙ্গে মাফিয়া হবে, অথবা বিলিতি শেফ
নয়তো তুমি ফার্ম্ভিল-এ তে চাষী হয়ে যাও স্রেফ!
কিসুই যদি না করো তবে এমনি এমনি বসে
জগত জোড়া স্ট্যাটাস মেসেজ লাইক কর হেসে!"
শুনে তা শক্তি ঘোষণা করলে বাজখাই গলা ছেড়ে,
"আমার একটা ফেসবুক ভাই এই বেলা খুলে দে রে!!"

Wednesday, January 12, 2011

তুমি তো মোমবাতি

মটকা কুলফির মত যদি হত তোমার মন
এদ্দিনে গলিয়ে ফেলতাম ঠিকই |
তুমি তো মোমবাতি,
তাই ফোলাচ্ছি ছাতি...
দুইবেলা তুলে ডাম্বেল|
এমন হট হব,
পিল পিল করে গলবে তুমি!

কাব্য-কাঠিন্য

আসছে না...
কিছুতেই আসছে না |
আটকে রয়েছে..
তোমার সেই ডবল ডেকার হাসি,
সেটা ছিল যেন ইসবগুলের ভুসি !
আবার এসে একবার টি তাকাও হেসে
সমস্ত আটকে থাকা কাব্য,
ভদভদ করে পড়বে খসে!!
মাইরি বলছি, তখন সামলাতে পারবে না|

Saturday, January 8, 2011

মেটে চচ্চড়ি

মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি কেন এত ঝাল?
চাখতে গিয়ে তোমায়
আমার পুড়ল জিভের ছাল!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি যেন হার্মাদ
তোমায় গিলে অশান্ত পেট
দিন রাত হয় পাদ!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি না ভীষণ বাজে
তোমার জন্য লক্ষ্য-ভ্রষ্ট
হই আমি মাঝে মাঝে!!

Friday, January 7, 2011

বিপ্লব

জীবন নিয়ে পরোয়া করিনা, রয়েছে জীবন বীমা
দিল খুলে আজ খাচ্ছি বন্ধু পাঁঠার কষানো কীমা
অদ্ভূত তার স্বাদ
ডায়েটিং বরবাদ
বহুদিন পর মনের কোণে খুশির ধরে না সীমা!

Thursday, January 6, 2011

আনাড়ি অনুরাগের ছোঁয়া

মেনে নিচ্ছি আমি বিস্বাদ আলুভাতে
কিন্তু তুমি তো তুরস্কের তামাটে তেঁতুল...
অহেতুক সামলে না রেখে নিজেকে,
দাও না ঢেলে সমস্ত অম্লতা!
হয়না? হয়না এমন সমঝোতা?
মেনে নিচ্ছি আমি ন্যালা খেপা,
আমি আতা ক্যালানে...
কিন্তু ভালবাসতে আমিও জানি |
দেখো না চেখে মামনি,
আনাড়ি অনুরাগের ছোঁয়া|

সহ্য হয় না এই পরাজয়

তোমাকে পড়তে ব্যর্থ আমি
সহ্য হয় না এই পরাজয়...
ওরা সবাই পেরেছে,
আমিই শুধু ব্যতিক্রম!
ইচ্ছে করে তোমায় পঙ্গু করে দি,
ইচ্ছে করে কেড়ে নি তোমার ওই শরীর থেকে
সমস্ত দীপ্তি ;
যা ছড়িয়ে সকল কে অন্ধ কর তুমি!
ইচ্ছে করে উপড়ে নি ওই সম্মোহিনী চোখ,
যা হয়ে উঠেছে কিছু অসাধারণ কবিতার
অপচয়ের কারণ...
তুমিও পঙ্গু শারীরিক ভাবে,
আমিও পঙ্গু মানসিক ভাবে|
প্রতিবন্ধীর সিট-এ বসব একসঙ্গে|
সেটাই বরং ভালো,
সহ্য হয় না এই পরাজয়!!

Monday, January 3, 2011

ইতি তোমার সুরা-পাত্র

কোনঠাসা হয়ে পড়েছিলাম একা...
অবহেলায়, দিশাহিনতায় |
বছর শেষের সেই সন্ধ্যায়,
তোমার উষ্ণ ছোয়ায়,
তোমার নেশাতুর ঠোঁটের স্পর্শে,
আমি করলাম উল্লাস বিকিরণ!
তোমার হারিয়ে যাবার ইচ্ছেতেই
আমি খুঁজে পাই আমার মুক্তি|
যখনি লাগবে একা,
অনেক চেষ্টা করেও
যখন কাঁদতে ব্যর্থ হবে....
আমায় খুঁজো|
--ইতি তোমার সুরা-পাত্র|

Saturday, January 1, 2011

পাব-এ পাবদা

পাব-এ গিয়ে পাবদা খোঁজে দেব বোস
বার-টেন্ডার বলে, "আম আঁটি চোস!"
দেব বলে, "ওরে বোকা জানিস কে আমি?
পোস্ট-ডক করি আর মাল খাই দামি!"
শুনে বার-টেন্ডার বলে কানে কানে,
"তুই এক অদ্ভূত আতা-ক্যালানে!! "

নিউ য়ার উইশ

রাস্তার ফচকে দিয়ে জোরে শিস
মামনি কে করলে নিউ য়ার উইশ
শুনে টিটকিরি
লোক জনা কুড়ি
ফচকে কে কিল মারে ঢুশ-ঢাস-ঢিস!!