Tuesday, June 1, 2010

টমেটো

গ্রীশ্মের দুপুরে লাল ছোট ছোট
রাস্তায় পড়ে আছে অজস্র টমেটো
নিষ্ঠুর মানুষের পদচাপে পিষে
টমেটোর রস গেল রাজপথে মিশে

গ্রীশ্মের পরে শিত আসে চুপিসারে
টমেটোর স্থান হয় রান্নারই ঘরে
টমেটো কে পেয়ে আলু নাচে আহ্লাদে
দেখা হল দুইজনে বহুদিন বাদে

বেশিদিন এই সুখ হলনা যে স্থায়ি
টমেটোর খুন হল বিধি অনুযায়ী
ছুরি এসে ঢুকে গেল মাংসালো পেটে
টমেটো কে করল সে দুই ভাগ, কেটে

তাই দেখে গোল আলু বলে একি হল!
টমেটো কে সে বড়ই বেসেছিল ভাল
টমেটোর দুখে আলু লেখে ডায়েরী 
প্রতি টি পৃষ্ঠা ভরা প্রেম শায়েরী! 

------------পাবলো নেরুদা-র "an ode to tomatoes" হইতে অনুপ্রাণিত

No comments:

Post a Comment