Monday, January 24, 2011

আমরা করবো জয়

ম্যানহাটান এর সেই ছেলেটা
বাজিয়েছিল গীটার...
গান গেয়েছিল জীবনমুখী
নাম তার পীট সিগার |
গান তার আজ শুনতে পেলাম
সেই ছেলেটার কন্ঠে,
আজ যে হয়েছে শ্রমিক শিশু
শহরের উপকন্ঠে |
একই রকম আশাবাদী সুর
ছড়ালো শহর-ময়
চিতকার করে গাইল সে আজ
"আমরা করবো জয়!!"

No comments:

Post a Comment