যাকে একদিন বিশ্বাস করে সঁপেছি নিজের আত্মা
দুরমুশ হলো আত্ম-বিশ্বাস..না পেয়ে তার পাত্তা!
নিজেকে বেচতে তৈরি ছিলাম, সাজিয়ে ছিলাম ঘুটি
বিষাক্ত সব দুর্ভাগ্যে বেচাকেনা হলো মাটি!
না বলা সব আবেগ গুলো ফালতু গেছিল ভরে
রক্ত স্রাব এর মতই যেন সব কিছু গেল ঝরে!!
Sunday, March 20, 2011
Friday, March 4, 2011
চন্দনা
যন্ত্রের কাছে হার মেনে আজ
কাজ হারালো চন্দনা...
যন্ত্র সে না, মানুষ ভীষণ,
তাই বুকে তার যন্ত্রণা !
উত্পাদনে আনতে গতি
চাই না তাকে কাজে...
পেটের দায়ে চন্দনা তাই
হয়েছে মেয়ে বাজে!!
কাজ হারালো চন্দনা...
যন্ত্র সে না, মানুষ ভীষণ,
তাই বুকে তার যন্ত্রণা !
উত্পাদনে আনতে গতি
চাই না তাকে কাজে...
পেটের দায়ে চন্দনা তাই
হয়েছে মেয়ে বাজে!!
নবাব এর কীর্তি
দামামা বাজছে দরবারে..আসছে নবাব ওই
হাতে রয়েছে হুজুরের আজ, নিষিদ্ধ নীল বই!
বই খুলে ভরা সভার মাঝে
নবাব পড়েন গল্প বাজে
বিদগ্ধ সব সভাসদ গণ করলেন হই চই!
হাতে রয়েছে হুজুরের আজ, নিষিদ্ধ নীল বই!
বই খুলে ভরা সভার মাঝে
নবাব পড়েন গল্প বাজে
বিদগ্ধ সব সভাসদ গণ করলেন হই চই!
Thursday, February 24, 2011
তখন বুঝবি, কাকে বলে বাঁশ
ইস্কাবন এর কালো বিবি
বল না কবে আমার হবি?
খেলতে পারি আমিও
তোদের মতই খেলা...
সূর্য যখন ঢলে পড়বে
আজকে সন্ধে বেলা,
আসিস তখন...
ফেলবো লুকিয়ে রাখা তাস|
প্রতি টি দানেই ওভার ট্রাম্প হবি,
তখন বুঝবি, কাকে বলে বাঁশ!
বল না কবে আমার হবি?
খেলতে পারি আমিও
তোদের মতই খেলা...
সূর্য যখন ঢলে পড়বে
আজকে সন্ধে বেলা,
আসিস তখন...
ফেলবো লুকিয়ে রাখা তাস|
প্রতি টি দানেই ওভার ট্রাম্প হবি,
তখন বুঝবি, কাকে বলে বাঁশ!
মশারি খাটিয়েও নেই কোনো সুখ
মশারি খাটিয়েও নেই কোনো সুখ,
সংগ্রামী মশারা মেটাচ্ছে জন্মের ভুখ!
চল যাই ফতওয়া জারি করি,
ওদের কে দাবিয়ে ফেলি|
এমন নৃসংশ ভাবে খুন করবো...
রক্তের স্বাদ ভুলে যাবে বেয়ারা পতঙ্গকুল!
সংগ্রামী মশারা মেটাচ্ছে জন্মের ভুখ!
চল যাই ফতওয়া জারি করি,
ওদের কে দাবিয়ে ফেলি|
এমন নৃসংশ ভাবে খুন করবো...
রক্তের স্বাদ ভুলে যাবে বেয়ারা পতঙ্গকুল!
বিপ্লবের আশায় স্কত্চ পান করে বাঘ
হ্যাংলা হাঙ্গর এর ইজ্জত লুটলো
দর্জিপাড়ার লোমশ ভালুক...
শনিবারের সূর্যে পড়ল কালো দাগ|
বিপ্লবের আশায় স্কত্চ পান করে বাঘ!
দর্জিপাড়ার লোমশ ভালুক...
শনিবারের সূর্যে পড়ল কালো দাগ|
বিপ্লবের আশায় স্কত্চ পান করে বাঘ!
Monday, February 21, 2011
প্রেম জাগলো পরেশ খুড়োর
প্রেম জাগলো পরেশ খুড়োর
বউ গিয়েছে অনেক দূর, ওর..
চঞ্চল মন নিয়ে
leaving room-এ গিয়ে
খুড়ো দেখলো movie horror!
বউ গিয়েছে অনেক দূর, ওর..
চঞ্চল মন নিয়ে
leaving room-এ গিয়ে
খুড়ো দেখলো movie horror!
বরিশালে বড় শালা
বরিশালে বড় শালা বাইলেন নাউ
তাই শুনে চমকালো সুরজিত সাউ
গিয়ে তার বউ পানে
সাউ কয় কানে কানে
"শালা বাবু বরিশালে? গেল কবে, how?!"
তাই শুনে চমকালো সুরজিত সাউ
গিয়ে তার বউ পানে
সাউ কয় কানে কানে
"শালা বাবু বরিশালে? গেল কবে, how?!"
Sunday, February 20, 2011
দুঃখজনক পরিসমাপ্তি
দুই পাগলে লড়াই করে, ধস্তাধস্তি খুব,
সুন্দরী এক রাজকন্যের কে হবে মেহবুব!
হঠাত একটি অচেনা বামন
রাজকন্যের জিতে নিল মন
পাগল দুজন মনের দুখে নালায় দিল ডুব!
সুন্দরী এক রাজকন্যের কে হবে মেহবুব!
হঠাত একটি অচেনা বামন
রাজকন্যের জিতে নিল মন
পাগল দুজন মনের দুখে নালায় দিল ডুব!
মলয় সুর এর দুর্গতি
মহেশতলার মলয় সুর মাংস খেতেন বেশি
সেই কারণে পুষ্ট ছিল তার দু'হাতের পেশী
দাম বাড়ল পাঁঠার
মলয় খাচ্ছে বাটার
চর্বি বেড়ে রইলো না আর পেশীর কোনো রেশ-ই !!
সেই কারণে পুষ্ট ছিল তার দু'হাতের পেশী
দাম বাড়ল পাঁঠার
মলয় খাচ্ছে বাটার
চর্বি বেড়ে রইলো না আর পেশীর কোনো রেশ-ই !!
বেঁচে থাকো
দুঃখ ছিল, বেদনা ছিল, তুমি দিয়েছিলে বল
ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, তুমি হয়েছিল জল |
রোদ্দুর ছিল, উষ্ণতা ছিল তুমি হয়েছিলে ছায়া
চরম শীতের দিনগুলো তে ছড়ালে উষ্ণ মায়া |
তুমি আমাকে ভুলে গেছ আজ, আমিও ভুলবো তোমায়
ওহে বেপরওয়া রূপসী তুমি, বেঁচে থাকো মোর ক্ষমায়!
ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, তুমি হয়েছিল জল |
রোদ্দুর ছিল, উষ্ণতা ছিল তুমি হয়েছিলে ছায়া
চরম শীতের দিনগুলো তে ছড়ালে উষ্ণ মায়া |
তুমি আমাকে ভুলে গেছ আজ, আমিও ভুলবো তোমায়
ওহে বেপরওয়া রূপসী তুমি, বেঁচে থাকো মোর ক্ষমায়!
Saturday, February 19, 2011
সূর্পনখা
সূর্পনখা তুমি ..প্রপোজ করলে যাকে
সেই কিনা আজ দিলো, তরবারী তব নাকে!
কি ভীষণ এ ব্যভিচার
ইমোশনাল দুরাচার
নারীবাদী কোনো মঞ্চে উঠে বদনাম করো তাকে!
সেই কিনা আজ দিলো, তরবারী তব নাকে!
কি ভীষণ এ ব্যভিচার
ইমোশনাল দুরাচার
নারীবাদী কোনো মঞ্চে উঠে বদনাম করো তাকে!
সেই লাল রং
সেই লাল রং ছাড়ে না পিছু
ভগ্ন হৃদয়ে নেই বাকি কিছু |
আর কারো ছবি আসে না মনে
শুধু তোর সোনা মুখ...
এই ভরা সুরা পেয়ালাও আজ
পারে না, দিতে সুখ...
চলে যাবো ছেড়ে বহুদূরে
তোদের এই পোড়া দেশ..
না আছে হেথা বিষ ভালো,
সুধাও হয়েছে শেষ!
ভগ্ন হৃদয়ে নেই বাকি কিছু |
আর কারো ছবি আসে না মনে
শুধু তোর সোনা মুখ...
এই ভরা সুরা পেয়ালাও আজ
পারে না, দিতে সুখ...
চলে যাবো ছেড়ে বহুদূরে
তোদের এই পোড়া দেশ..
না আছে হেথা বিষ ভালো,
সুধাও হয়েছে শেষ!
অভিনব মাংস
রাত বিরেতে মাংস রাঁধে জল্দাপারার বংকা
উইদাউট এনি হিন্ট অফ পেঁয়াজ, রসুন, লঙ্কা!
রাঁধতে শেখেনি সে
জানত ছোট পিসে,
অভিনব সেই মাংস খেয়ে পিসের ঘুচলো শঙ্কা!
উইদাউট এনি হিন্ট অফ পেঁয়াজ, রসুন, লঙ্কা!
রাঁধতে শেখেনি সে
জানত ছোট পিসে,
অভিনব সেই মাংস খেয়ে পিসের ঘুচলো শঙ্কা!
সিলিকন
সুটকে শিবুর একদা সকালে ইচ্ছে জাগলো মনে
বাইসেপ টি ভরিয়ে তুলবে এক কিলো সিলিকনে
কি বিপত্তি হায়
সিলিকন বেঁচে নাই
কিছুটা গেছে চিপ বানাতে বাকি টা গেছে স্তনে !
বাইসেপ টি ভরিয়ে তুলবে এক কিলো সিলিকনে
কি বিপত্তি হায়
সিলিকন বেঁচে নাই
কিছুটা গেছে চিপ বানাতে বাকি টা গেছে স্তনে !
Friday, February 18, 2011
ঝুনঝুনি শেঠ
ঝরিয়ার ব্যবসায়ী ঝুনঝুনি শেঠ
হঠাত জাগলো শখ খেলবে ক্রিকেট
আট খানা ডিম খেয়ে
নেমে পরে ব্যাট নিয়ে
ফিল্ডার বধ করে বিষাক্ত পেট!
হঠাত জাগলো শখ খেলবে ক্রিকেট
আট খানা ডিম খেয়ে
নেমে পরে ব্যাট নিয়ে
ফিল্ডার বধ করে বিষাক্ত পেট!
Wednesday, February 16, 2011
কেন এমন করলি ?
কেন এমন করলি ?
উত্তর খুঁজতে বসে চুলকে যাচ্ছে
ম্যাটল্যাব কোড|
শুধু একবার মুখোমুখি হওয়ার ছিল
তোর চোখে দেখতাম নিজের ছবি|
জেনে নিতাম তোর ভালো লাগা, মন্দ লাগা,
তোর রাত দেড়টার হবি |
তুই হাসলেই হাজার টা কবিতা লিখতে পারি..
তোকে একবার দেখার মধ্যেই ছিল আমার জয়|
আমায় জিত তে দিলি না...
জানি না...বুঝতে পারি না...
কেন এমন করলি ?
উত্তর খুঁজতে বসে চুলকে যাচ্ছে
ম্যাটল্যাব কোড|
শুধু একবার মুখোমুখি হওয়ার ছিল
তোর চোখে দেখতাম নিজের ছবি|
জেনে নিতাম তোর ভালো লাগা, মন্দ লাগা,
তোর রাত দেড়টার হবি |
তুই হাসলেই হাজার টা কবিতা লিখতে পারি..
তোকে একবার দেখার মধ্যেই ছিল আমার জয়|
আমায় জিত তে দিলি না...
জানি না...বুঝতে পারি না...
কেন এমন করলি ?
Wednesday, February 9, 2011
শশীর মাফিয়া জয়
সরকারী সমনে সরিষার শশী
মিশরের মাফিয়া কে মেরে এলো ঘুষি
জিতে এসে যুদ্ধে
গোটা ছয় পদ্যে
জাহির করলো সে মানসিক খুশি!
মিশরের মাফিয়া কে মেরে এলো ঘুষি
জিতে এসে যুদ্ধে
গোটা ছয় পদ্যে
জাহির করলো সে মানসিক খুশি!
Anti-Climax
হাঁকু পাকু মনে ব্যস্ত সকালে ফোন খুলে দেখি সদা
কখন আসবে, কখন আসবে, এস. এম. এস ফ্রম রাধা
এমন সময় বাজলো "বিপ",
মন করে ওঠে ঢিপ ঢিপ ঢিপ
ফোন খুলে দেখি ম্যাসেজ করেছে বালুরঘাট-এর দাদা !
কখন আসবে, কখন আসবে, এস. এম. এস ফ্রম রাধা
এমন সময় বাজলো "বিপ",
মন করে ওঠে ঢিপ ঢিপ ঢিপ
ফোন খুলে দেখি ম্যাসেজ করেছে বালুরঘাট-এর দাদা !
Monday, February 7, 2011
রোমিও-জুলিয়েট বিচ্ছেদ
রোমিও গিয়েছে রোম, লিখতে রম্য রচনা,
বোর হয়ে তাই জুলিয়েট করে, নতুন প্রেমের সূচনা |
গোলাপ কাননে দিন চার,
জমিয়ে হলো অভিসার,
রোমিও কে শেষে জুলিয়েট কয়, "স্বপ্নে আমাকে খুঁজো না!"
বোর হয়ে তাই জুলিয়েট করে, নতুন প্রেমের সূচনা |
গোলাপ কাননে দিন চার,
জমিয়ে হলো অভিসার,
রোমিও কে শেষে জুলিয়েট কয়, "স্বপ্নে আমাকে খুঁজো না!"
Saturday, February 5, 2011
বুক ফেয়ার-এ ফেয়ার মুখ
বুক ফেয়ার-এ হঠাত দেখে, ফেয়ার একটি মুখ,
কোক খেতে গিয়ে বিষম খেলাম, কাশলাম "খুক খুক"
উর্বশী-সম সাজে,
এলো সে ধুলোর মাঝে...
অচেনা হাসি তে জাগালো মনে অহেতুক ধুক-পুক!
কোক খেতে গিয়ে বিষম খেলাম, কাশলাম "খুক খুক"
উর্বশী-সম সাজে,
এলো সে ধুলোর মাঝে...
অচেনা হাসি তে জাগালো মনে অহেতুক ধুক-পুক!
পেড়া-র মূল্য
আগরপাড়ার সাগর বেড়া
কিনতে গেলেন সাত শো পেড়া
দোকানদার ওই নরেন্দ্র দাস
দাম হাঁকলে হাজার সাতাশ!
সাগর বলে, "হায় রে পাগল...
বেচছিস তুই, পেড়া না ছাগল??"
নরেন বলে মুচকি হেসে
কোয়ালিটি তার নয়কো যে সে,
"মুল্যব্রিধি বাড়ছে সাঁ সাঁ..
পেড়া যদি চান একদম খাসা,
দাম দিয়ে যান আকাশ ছোঁয়া..
নয়তো চিবান মুড়ির মোয়া!"
কিনতে গেলেন সাত শো পেড়া
দোকানদার ওই নরেন্দ্র দাস
দাম হাঁকলে হাজার সাতাশ!
সাগর বলে, "হায় রে পাগল...
বেচছিস তুই, পেড়া না ছাগল??"
নরেন বলে মুচকি হেসে
কোয়ালিটি তার নয়কো যে সে,
"মুল্যব্রিধি বাড়ছে সাঁ সাঁ..
পেড়া যদি চান একদম খাসা,
দাম দিয়ে যান আকাশ ছোঁয়া..
নয়তো চিবান মুড়ির মোয়া!"
Thursday, February 3, 2011
তোকে আমি চিনি বহুদিন
তোকে আমি চিনি বহুদিন...
সেই সেদিনের কথা,
যেদিন জাগাতো বিভীষিকা মনে
উনিশের নামতা |
তোকে আমি চিনি বহুদিন...
অনেক বছর থেকে,
যেদিন যেতাম খেলতে দুপুরে
ফাঁকি দিয়ে মা' র চোখে |
তোকে আমি চিনি বহুদিন...
সেই গ্রীষ্মের ছুটি,
যেদিন আমরা গুড়-আম নিয়ে
করেছি ঝগড়া-ঝাটি |
তোকে আমি চিনি বহুদিন...
সেই যে পুজোর বাড়ি,
যেদিন আমার দুষ্টুমি তে
আমাদের হলো আড়ি |
সেই যে সেদিন চলে গেলি তুই...
আর তো এলি না ফিরে,
বিশ্বাস কর, আজও আমি দেখি
স্বপ্ন তোকেই ঘিরে |
সেই সেদিনের কথা,
যেদিন জাগাতো বিভীষিকা মনে
উনিশের নামতা |
তোকে আমি চিনি বহুদিন...
অনেক বছর থেকে,
যেদিন যেতাম খেলতে দুপুরে
ফাঁকি দিয়ে মা' র চোখে |
তোকে আমি চিনি বহুদিন...
সেই গ্রীষ্মের ছুটি,
যেদিন আমরা গুড়-আম নিয়ে
করেছি ঝগড়া-ঝাটি |
তোকে আমি চিনি বহুদিন...
সেই যে পুজোর বাড়ি,
যেদিন আমার দুষ্টুমি তে
আমাদের হলো আড়ি |
সেই যে সেদিন চলে গেলি তুই...
আর তো এলি না ফিরে,
বিশ্বাস কর, আজও আমি দেখি
স্বপ্ন তোকেই ঘিরে |
Wednesday, February 2, 2011
আমার হারানো সুর
আমার হারানো সুখের ঠিকানা আছে
সেই বাউল এর গানে
একতারা যার বাজতো সদা-ই
পৌষমেলা প্রাঙ্গনে |
আমার হারানো খুশি জমা রেখেছে
সেই মেয়েটা আজ
লাস ভেগাস এর পানশালা তে
যে গেয়েছিল jazz |
সুরের খোজে অসহায় আমি
চলেছি অনেক দূর
লোকাল ট্রেন এর কামরায় বাজে
আমার হারানো সুর!
সেই বাউল এর গানে
একতারা যার বাজতো সদা-ই
পৌষমেলা প্রাঙ্গনে |
আমার হারানো খুশি জমা রেখেছে
সেই মেয়েটা আজ
লাস ভেগাস এর পানশালা তে
যে গেয়েছিল jazz |
সুরের খোজে অসহায় আমি
চলেছি অনেক দূর
লোকাল ট্রেন এর কামরায় বাজে
আমার হারানো সুর!
Monday, January 31, 2011
সৎকার
খুন হওয়া স্বপ্নের লাশ থেকে
দুর্গন্ধ বেরোয় বিশ্রী |
সৎকার করো, কবর দাও ওকে,
বেওয়ারিশ বিভৎস ওই শব..
নবীন স্বপ্ন-বিলাসী দের দেয়
নিরন্তর নিরুৎসাহ |
দুর্গন্ধ বেরোয় বিশ্রী |
সৎকার করো, কবর দাও ওকে,
বেওয়ারিশ বিভৎস ওই শব..
নবীন স্বপ্ন-বিলাসী দের দেয়
নিরন্তর নিরুৎসাহ |
Sunday, January 30, 2011
শুনছ আমার চাঁদ?
শুনছ আমার চাঁদ ?
মনে জাগছে সাধ...
একটি বার এর জন্য
হতে চাই আমি ধন্য
তোমার চোখে তে রেখে চোখ
চুমুক মারব ডায়েট কোক...
বলো আসবে?
যদি আসো...
এসে মিস্ড কল দিও...
আমিও আসবো ছুটে,
বগলে মেখে ডিও|
মনে জাগছে সাধ...
একটি বার এর জন্য
হতে চাই আমি ধন্য
তোমার চোখে তে রেখে চোখ
চুমুক মারব ডায়েট কোক...
বলো আসবে?
যদি আসো...
এসে মিস্ড কল দিও...
আমিও আসবো ছুটে,
বগলে মেখে ডিও|
Thursday, January 27, 2011
রুদ্র সেন এর ডায়েরি
রুদ্র সেন জেগে আছে আজ,
লিখছে এখনো ডায়েরি...
অনেক চেষ্টা, হিজিবিজি কাটা
আসছে না সেই শায়েরী!
ইচ্ছা আজকে লিখবে সে এক
ভয়ানক ভালো গজল,
ফিকে হয়ে যাওয়া অনুভূতি গুলি
বিদ্রোহ করে প্রবল!
দেয়াল এর ওই মাকড়সা টা
বিস্তার করে জাল
রুদ্র করছে চেষ্টা এখনো..
ভাবনায় বেসামাল!
চেষ্টা করো, চেষ্টা করো,
চেষ্টা ছেড়ো না তুমি ,
কাব্য লেখো তাদের জন্য
যারা হারিয়েছে জমি!
লিখছে এখনো ডায়েরি...
অনেক চেষ্টা, হিজিবিজি কাটা
আসছে না সেই শায়েরী!
ইচ্ছা আজকে লিখবে সে এক
ভয়ানক ভালো গজল,
ফিকে হয়ে যাওয়া অনুভূতি গুলি
বিদ্রোহ করে প্রবল!
দেয়াল এর ওই মাকড়সা টা
বিস্তার করে জাল
রুদ্র করছে চেষ্টা এখনো..
ভাবনায় বেসামাল!
চেষ্টা করো, চেষ্টা করো,
চেষ্টা ছেড়ো না তুমি ,
কাব্য লেখো তাদের জন্য
যারা হারিয়েছে জমি!
Monday, January 24, 2011
আমরা করবো জয়
ম্যানহাটান এর সেই ছেলেটা
বাজিয়েছিল গীটার...
গান গেয়েছিল জীবনমুখী
নাম তার পীট সিগার |
গান তার আজ শুনতে পেলাম
সেই ছেলেটার কন্ঠে,
আজ যে হয়েছে শ্রমিক শিশু
শহরের উপকন্ঠে |
একই রকম আশাবাদী সুর
ছড়ালো শহর-ময়
চিতকার করে গাইল সে আজ
"আমরা করবো জয়!!"
বাজিয়েছিল গীটার...
গান গেয়েছিল জীবনমুখী
নাম তার পীট সিগার |
গান তার আজ শুনতে পেলাম
সেই ছেলেটার কন্ঠে,
আজ যে হয়েছে শ্রমিক শিশু
শহরের উপকন্ঠে |
একই রকম আশাবাদী সুর
ছড়ালো শহর-ময়
চিতকার করে গাইল সে আজ
"আমরা করবো জয়!!"
Monday, January 17, 2011
ফিরে আয়
কোনোদিন তুই মন বদলে আসিস ঘুমোতে যদি
রোজ রাতে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি গদি
মিস করি তোকে ফাঁকা বিছানায়
ফাঁকা স্বপ্নে বেঁচে থাকা দায়
ফিরে আয় ওরে শুকনো জীবনে, আমার হারানো নদী!
রোজ রাতে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি গদি
মিস করি তোকে ফাঁকা বিছানায়
ফাঁকা স্বপ্নে বেঁচে থাকা দায়
ফিরে আয় ওরে শুকনো জীবনে, আমার হারানো নদী!
Saturday, January 15, 2011
ফেসবুক টা কি?
সকাল বেলা শক্তিগড় এর শক্তিপদ চাকি
ছেলের কাছে প্রশ্ন রাখেন, "ফেসবুক টা কি?"
কইলো ছেলে কম্বুকন্ঠে, "শোনো হে পিতৃদেব....
ফেসবুক এক অদ্ভূত মায়া ইনসাইড দা ওয়েব!
একই সঙ্গে মাফিয়া হবে, অথবা বিলিতি শেফ
নয়তো তুমি ফার্ম্ভিল-এ তে চাষী হয়ে যাও স্রেফ!
কিসুই যদি না করো তবে এমনি এমনি বসে
জগত জোড়া স্ট্যাটাস মেসেজ লাইক কর হেসে!"
শুনে তা শক্তি ঘোষণা করলে বাজখাই গলা ছেড়ে,
"আমার একটা ফেসবুক ভাই এই বেলা খুলে দে রে!!"
ছেলের কাছে প্রশ্ন রাখেন, "ফেসবুক টা কি?"
কইলো ছেলে কম্বুকন্ঠে, "শোনো হে পিতৃদেব....
ফেসবুক এক অদ্ভূত মায়া ইনসাইড দা ওয়েব!
একই সঙ্গে মাফিয়া হবে, অথবা বিলিতি শেফ
নয়তো তুমি ফার্ম্ভিল-এ তে চাষী হয়ে যাও স্রেফ!
কিসুই যদি না করো তবে এমনি এমনি বসে
জগত জোড়া স্ট্যাটাস মেসেজ লাইক কর হেসে!"
শুনে তা শক্তি ঘোষণা করলে বাজখাই গলা ছেড়ে,
"আমার একটা ফেসবুক ভাই এই বেলা খুলে দে রে!!"
Wednesday, January 12, 2011
তুমি তো মোমবাতি
মটকা কুলফির মত যদি হত তোমার মন
এদ্দিনে গলিয়ে ফেলতাম ঠিকই |
তুমি তো মোমবাতি,
তাই ফোলাচ্ছি ছাতি...
দুইবেলা তুলে ডাম্বেল|
এমন হট হব,
পিল পিল করে গলবে তুমি!
এদ্দিনে গলিয়ে ফেলতাম ঠিকই |
তুমি তো মোমবাতি,
তাই ফোলাচ্ছি ছাতি...
দুইবেলা তুলে ডাম্বেল|
এমন হট হব,
পিল পিল করে গলবে তুমি!
কাব্য-কাঠিন্য
আসছে না...
কিছুতেই আসছে না |
আটকে রয়েছে..
তোমার সেই ডবল ডেকার হাসি,
সেটা ছিল যেন ইসবগুলের ভুসি !
আবার এসে একবার টি তাকাও হেসে
সমস্ত আটকে থাকা কাব্য,
ভদভদ করে পড়বে খসে!!
মাইরি বলছি, তখন সামলাতে পারবে না|
কিছুতেই আসছে না |
আটকে রয়েছে..
তোমার সেই ডবল ডেকার হাসি,
সেটা ছিল যেন ইসবগুলের ভুসি !
আবার এসে একবার টি তাকাও হেসে
সমস্ত আটকে থাকা কাব্য,
ভদভদ করে পড়বে খসে!!
মাইরি বলছি, তখন সামলাতে পারবে না|
Saturday, January 8, 2011
মেটে চচ্চড়ি
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি কেন এত ঝাল?
চাখতে গিয়ে তোমায়
আমার পুড়ল জিভের ছাল!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি যেন হার্মাদ
তোমায় গিলে অশান্ত পেট
দিন রাত হয় পাদ!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি না ভীষণ বাজে
তোমার জন্য লক্ষ্য-ভ্রষ্ট
হই আমি মাঝে মাঝে!!
তুমি কেন এত ঝাল?
চাখতে গিয়ে তোমায়
আমার পুড়ল জিভের ছাল!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি যেন হার্মাদ
তোমায় গিলে অশান্ত পেট
দিন রাত হয় পাদ!
মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি
তুমি না ভীষণ বাজে
তোমার জন্য লক্ষ্য-ভ্রষ্ট
হই আমি মাঝে মাঝে!!
Friday, January 7, 2011
বিপ্লব
জীবন নিয়ে পরোয়া করিনা, রয়েছে জীবন বীমা
দিল খুলে আজ খাচ্ছি বন্ধু পাঁঠার কষানো কীমা
অদ্ভূত তার স্বাদ
ডায়েটিং বরবাদ
বহুদিন পর মনের কোণে খুশির ধরে না সীমা!
দিল খুলে আজ খাচ্ছি বন্ধু পাঁঠার কষানো কীমা
অদ্ভূত তার স্বাদ
ডায়েটিং বরবাদ
বহুদিন পর মনের কোণে খুশির ধরে না সীমা!
Thursday, January 6, 2011
আনাড়ি অনুরাগের ছোঁয়া
মেনে নিচ্ছি আমি বিস্বাদ আলুভাতে
কিন্তু তুমি তো তুরস্কের তামাটে তেঁতুল...
অহেতুক সামলে না রেখে নিজেকে,
দাও না ঢেলে সমস্ত অম্লতা!
হয়না? হয়না এমন সমঝোতা?
মেনে নিচ্ছি আমি ন্যালা খেপা,
আমি আতা ক্যালানে...
কিন্তু ভালবাসতে আমিও জানি |
দেখো না চেখে মামনি,
আনাড়ি অনুরাগের ছোঁয়া|
কিন্তু তুমি তো তুরস্কের তামাটে তেঁতুল...
অহেতুক সামলে না রেখে নিজেকে,
দাও না ঢেলে সমস্ত অম্লতা!
হয়না? হয়না এমন সমঝোতা?
মেনে নিচ্ছি আমি ন্যালা খেপা,
আমি আতা ক্যালানে...
কিন্তু ভালবাসতে আমিও জানি |
দেখো না চেখে মামনি,
আনাড়ি অনুরাগের ছোঁয়া|
সহ্য হয় না এই পরাজয়
তোমাকে পড়তে ব্যর্থ আমি
সহ্য হয় না এই পরাজয়...
ওরা সবাই পেরেছে,
আমিই শুধু ব্যতিক্রম!
ইচ্ছে করে তোমায় পঙ্গু করে দি,
ইচ্ছে করে কেড়ে নি তোমার ওই শরীর থেকে
সমস্ত দীপ্তি ;
যা ছড়িয়ে সকল কে অন্ধ কর তুমি!
ইচ্ছে করে উপড়ে নি ওই সম্মোহিনী চোখ,
যা হয়ে উঠেছে কিছু অসাধারণ কবিতার
অপচয়ের কারণ...
তুমিও পঙ্গু শারীরিক ভাবে,
আমিও পঙ্গু মানসিক ভাবে|
প্রতিবন্ধীর সিট-এ বসব একসঙ্গে|
সেটাই বরং ভালো,
সহ্য হয় না এই পরাজয়!!
সহ্য হয় না এই পরাজয়...
ওরা সবাই পেরেছে,
আমিই শুধু ব্যতিক্রম!
ইচ্ছে করে তোমায় পঙ্গু করে দি,
ইচ্ছে করে কেড়ে নি তোমার ওই শরীর থেকে
সমস্ত দীপ্তি ;
যা ছড়িয়ে সকল কে অন্ধ কর তুমি!
ইচ্ছে করে উপড়ে নি ওই সম্মোহিনী চোখ,
যা হয়ে উঠেছে কিছু অসাধারণ কবিতার
অপচয়ের কারণ...
তুমিও পঙ্গু শারীরিক ভাবে,
আমিও পঙ্গু মানসিক ভাবে|
প্রতিবন্ধীর সিট-এ বসব একসঙ্গে|
সেটাই বরং ভালো,
সহ্য হয় না এই পরাজয়!!
Monday, January 3, 2011
ইতি তোমার সুরা-পাত্র
কোনঠাসা হয়ে পড়েছিলাম একা...
অবহেলায়, দিশাহিনতায় |
বছর শেষের সেই সন্ধ্যায়,
তোমার উষ্ণ ছোয়ায়,
তোমার নেশাতুর ঠোঁটের স্পর্শে,
আমি করলাম উল্লাস বিকিরণ!
তোমার হারিয়ে যাবার ইচ্ছেতেই
আমি খুঁজে পাই আমার মুক্তি|
যখনি লাগবে একা,
অনেক চেষ্টা করেও
যখন কাঁদতে ব্যর্থ হবে....
আমায় খুঁজো|
--ইতি তোমার সুরা-পাত্র|
অবহেলায়, দিশাহিনতায় |
বছর শেষের সেই সন্ধ্যায়,
তোমার উষ্ণ ছোয়ায়,
তোমার নেশাতুর ঠোঁটের স্পর্শে,
আমি করলাম উল্লাস বিকিরণ!
তোমার হারিয়ে যাবার ইচ্ছেতেই
আমি খুঁজে পাই আমার মুক্তি|
যখনি লাগবে একা,
অনেক চেষ্টা করেও
যখন কাঁদতে ব্যর্থ হবে....
আমায় খুঁজো|
--ইতি তোমার সুরা-পাত্র|
Saturday, January 1, 2011
পাব-এ পাবদা
পাব-এ গিয়ে পাবদা খোঁজে দেব বোস
বার-টেন্ডার বলে, "আম আঁটি চোস!"
দেব বলে, "ওরে বোকা জানিস কে আমি?
পোস্ট-ডক করি আর মাল খাই দামি!"
শুনে বার-টেন্ডার বলে কানে কানে,
"তুই এক অদ্ভূত আতা-ক্যালানে!! "
বার-টেন্ডার বলে, "আম আঁটি চোস!"
দেব বলে, "ওরে বোকা জানিস কে আমি?
পোস্ট-ডক করি আর মাল খাই দামি!"
শুনে বার-টেন্ডার বলে কানে কানে,
"তুই এক অদ্ভূত আতা-ক্যালানে!! "
নিউ য়ার উইশ
রাস্তার ফচকে দিয়ে জোরে শিস
মামনি কে করলে নিউ য়ার উইশ
শুনে টিটকিরি
লোক জনা কুড়ি
ফচকে কে কিল মারে ঢুশ-ঢাস-ঢিস!!
মামনি কে করলে নিউ য়ার উইশ
শুনে টিটকিরি
লোক জনা কুড়ি
ফচকে কে কিল মারে ঢুশ-ঢাস-ঢিস!!
Thursday, December 30, 2010
আমায় বোকা ভেব না
আমায় বোকা ভেব না...
আমি একজন ভালো অভিনেতা,
বোকামোর অভিনয় করি নিরন্তর |
ঠিক যেমন তুমি অভিনয় করো প্রেম এর|
এসো জুটি বাঁধি,
দুজনে মিলে মঞ্চস্থ করি
মধুর এক মিথ্যাচার!
মিথ্যা পাশে থাকা তেও আনন্দ,
পেশাদার স্পর্শে খুঁজে নেব সান্ত্বনা|
জমাট সংলাপে থাকবে কেবল সোহাগ,
থাকবে না কোনো দ্বন্দ্ব!
আমি একজন ভালো অভিনেতা,
বোকামোর অভিনয় করি নিরন্তর |
ঠিক যেমন তুমি অভিনয় করো প্রেম এর|
এসো জুটি বাঁধি,
দুজনে মিলে মঞ্চস্থ করি
মধুর এক মিথ্যাচার!
মিথ্যা পাশে থাকা তেও আনন্দ,
পেশাদার স্পর্শে খুঁজে নেব সান্ত্বনা|
জমাট সংলাপে থাকবে কেবল সোহাগ,
থাকবে না কোনো দ্বন্দ্ব!
Sunday, December 26, 2010
আমাকে পূর্ণ করো
কি বলে ডাকব তোমায় ওহে বেপরওয়া রূপসী ?
কি নাম বসাব ভেজা কবিতার শুন্যস্থান গুলোয়...
বলে দাও |
বলে দাও কিভাবে কাটাব
সিগারেট-হীণ শুকনো সন্ধ্যা গুলো?
কি বলে ডাকব তোমায়...জ্যোত্স্না না জোনাকি?
নাকি শুধুই বহ্নি-শিখা তুমি?
তুমি যেই হও...
আমাকে পুড়িও না এমন নির্মমভাবে
আমাকে পূর্ণ করো, আমাকে পূর্ণ করো|
তোমার মধ্যে সঞ্চিত উষ্ণতায়
ভরে দাও আমার প্রতি টি শীতল গ্রন্থী কে|
কি নাম বসাব ভেজা কবিতার শুন্যস্থান গুলোয়...
বলে দাও |
বলে দাও কিভাবে কাটাব
সিগারেট-হীণ শুকনো সন্ধ্যা গুলো?
কি বলে ডাকব তোমায়...জ্যোত্স্না না জোনাকি?
নাকি শুধুই বহ্নি-শিখা তুমি?
তুমি যেই হও...
আমাকে পুড়িও না এমন নির্মমভাবে
আমাকে পূর্ণ করো, আমাকে পূর্ণ করো|
তোমার মধ্যে সঞ্চিত উষ্ণতায়
ভরে দাও আমার প্রতি টি শীতল গ্রন্থী কে|
Saturday, December 25, 2010
অশনি সংকেত
যেই মুহুর্তে দেখা হয়েছিল তোমার সঙ্গে, মউ..
পাড়ার মোরের নেড়ি কুত্তা টা ডেকে উঠেছিল, "ভৌ!"
এ কি সংকেত অশনি ?
কুত্তার এই যবানি...
জানি না কি আছে কপালে... যদি তুমি হও বউ!
পাড়ার মোরের নেড়ি কুত্তা টা ডেকে উঠেছিল, "ভৌ!"
এ কি সংকেত অশনি ?
কুত্তার এই যবানি...
জানি না কি আছে কপালে... যদি তুমি হও বউ!
আজ আর কিছু লিখবো না
আজ আর কিছু লিখবো না...
আজ শুধু দেখবো তোমার চিবুকে,
জ্যোত্স্নার উচাটন মায়াখেলা |
আজ আর কিছু বলবো না...
চুপ করে অনুভব করবো,
হুট করে পাওয়া কিছুক্ষণের স্বর্গ কে!
আজ শুধু দেখবো তোমার চিবুকে,
জ্যোত্স্নার উচাটন মায়াখেলা |
আজ আর কিছু বলবো না...
চুপ করে অনুভব করবো,
হুট করে পাওয়া কিছুক্ষণের স্বর্গ কে!
হাস্নুহানা
গোধুলির সোনালী রোদে খুঁজে পেয়েছিলাম
আমার হাস্নুহানা কে ...
যার হাসি তে সূর্য উঠত...
ফুল ফুটত গুলমোহর এর বাগিচায়|
যার অতলান্ত চোখের গভীরে ঝাপ দিয়েছিলাম,
নির্ভয়ে|
তলিয়ে যাচ্ছি সে মায়াবী-মধুর নির্মমতায়
সম্মতির খরকুটো দিয়ে
আমাকে বাচাতে পারে কেবল সেই |
আমার হাস্নুহানা কে ...
যার হাসি তে সূর্য উঠত...
ফুল ফুটত গুলমোহর এর বাগিচায়|
যার অতলান্ত চোখের গভীরে ঝাপ দিয়েছিলাম,
নির্ভয়ে|
তলিয়ে যাচ্ছি সে মায়াবী-মধুর নির্মমতায়
সম্মতির খরকুটো দিয়ে
আমাকে বাচাতে পারে কেবল সেই |
Friday, December 24, 2010
বড়দিন
ঘন্টি বাজে, ঘন্টি বাজে, ঘন্টি বাজে ওই
সান্তা দাদু আসছে দেখো করতে যে হই চই |
বড়দিনের হিমেল রাত-এ নিয়ে খুশির ঝুড়ি
সান্তা বুড়ো ছুটছে দেখো, সিয়াটেল টু সিউড়ি |
গরম গরম কেক এর স্বাদ-এ উঠবে ভরে মন
রঙিন আলোয় যিশুর দিবস হচ্ছে উদযাপন!
সান্তা দাদু আসছে দেখো করতে যে হই চই |
বড়দিনের হিমেল রাত-এ নিয়ে খুশির ঝুড়ি
সান্তা বুড়ো ছুটছে দেখো, সিয়াটেল টু সিউড়ি |
গরম গরম কেক এর স্বাদ-এ উঠবে ভরে মন
রঙিন আলোয় যিশুর দিবস হচ্ছে উদযাপন!
Wednesday, December 22, 2010
রক্ত ভিক্ষা
আমায় একটা টিনের বাটি দিও...
নকশী কাঁথার মাঠের পিছনে,
শ্মশান কালির মন্দিরে করবো রক্ত ভিক্ষা|
বলি দেওয়া হবে সমস্ত বাওয়াল বেয়ারা কে
হিবিস্কাসে পড়বে হিংসের ছাপ,
স্ট্র দিয়ে টেনে নেবো রঙিন পাপ!
নকশী কাঁথার মাঠের পিছনে,
শ্মশান কালির মন্দিরে করবো রক্ত ভিক্ষা|
বলি দেওয়া হবে সমস্ত বাওয়াল বেয়ারা কে
হিবিস্কাসে পড়বে হিংসের ছাপ,
স্ট্র দিয়ে টেনে নেবো রঙিন পাপ!
Tuesday, December 21, 2010
গড়ে উঠেছে যন্ত্রণা
তিল তিল করে গড়ে উঠেছে যন্ত্রণা
এত সহজে ধুলো করে দিতে পারো না|
ক্ষমতা তোমার অসীম...
তোমার চোখের নেশায় প্রলয় রচনা হয়|
তবু বলি...
আমার যন্ত্রণার ভিত
তোমার হৃদয়ের থেকেও কঠিন!
এত সহজে ধুলো করে দিতে পারো না|
ক্ষমতা তোমার অসীম...
তোমার চোখের নেশায় প্রলয় রচনা হয়|
তবু বলি...
আমার যন্ত্রণার ভিত
তোমার হৃদয়ের থেকেও কঠিন!
Saturday, December 18, 2010
শিলা
পৌষ মাসে লাগে না কো যথেষ্ট ঠান্ডা
শিলা তোর জওয়ানি তে উষ্ণ পরাণ ডা!
যেভাবে নাচালি নাভি
আনমনে আমি ভাবি
যদি তুই গরু হোস আমি হব ষন্ডা!!
শিলা তোর জওয়ানি তে উষ্ণ পরাণ ডা!
যেভাবে নাচালি নাভি
আনমনে আমি ভাবি
যদি তুই গরু হোস আমি হব ষন্ডা!!
Friday, December 17, 2010
মুন্নি
মুন্নি হয়েছে বদনাম আজ
ডার্লিং তার কেড়েছে লাজ
ঝন্দু বাম করে লেপন
উষ্ণতায় নিশিযাপন
মুন্নি মধ্যে অসীম ঝাঁঝ !!
ডার্লিং তার কেড়েছে লাজ
ঝন্দু বাম করে লেপন
উষ্ণতায় নিশিযাপন
মুন্নি মধ্যে অসীম ঝাঁঝ !!
Thursday, December 16, 2010
বরবাদ হয় দৈব উপহাস
সন্ধ্যের ব্লগ-এ তে খুজি
বকেয়া শান্তি|
সীমা নেই আমার অমাবস্যার...
আশাবাদের ছোঁয়াচে রোগে,
বরবাদ হয় দৈব উপহাস|
বকেয়া শান্তি|
সীমা নেই আমার অমাবস্যার...
আশাবাদের ছোঁয়াচে রোগে,
বরবাদ হয় দৈব উপহাস|
Tuesday, December 14, 2010
ডায়েটিং
ডায়েটিং করে বুধু, খায় অতি অল্প|
ছেড়েছে সখের খানা মোগলাই মালপো' ||
আদেখলা পোলা,
খায় ভিজে ছোলা,
মণ দুই ভাত খাওয়া, আজ শুধু গল্প!!
ছেড়েছে সখের খানা মোগলাই মালপো' ||
আদেখলা পোলা,
খায় ভিজে ছোলা,
মণ দুই ভাত খাওয়া, আজ শুধু গল্প!!
Monday, December 13, 2010
তুমি যে আমার সূর্যও
সবুজ বোতলে বন্দি তরলীকৃত শান্তি
আর দুপুরের নিরীহ রোদ্দুর....
আমার হিংসা মাখানো যন্ত্রনায় লাগায়
আরাম-প্রলেপ|
আমার কবিতা তুমি বোঝো না...
ক্ষতি নেই তাতে|
শুধু এটুকু বোঝো...
তুমি শুধু নও আমার রোদ্দুর,
তুমি যে আমার সূর্যও!
আর দুপুরের নিরীহ রোদ্দুর....
আমার হিংসা মাখানো যন্ত্রনায় লাগায়
আরাম-প্রলেপ|
আমার কবিতা তুমি বোঝো না...
ক্ষতি নেই তাতে|
শুধু এটুকু বোঝো...
তুমি শুধু নও আমার রোদ্দুর,
তুমি যে আমার সূর্যও!
Wednesday, December 8, 2010
সোঁদা চাদরে জড়ানো জেট ল্যাগ
সোঁদা চাদরে জড়ানো জেট ল্যাগ
আর ধুলো মাখা কড়িকাঠ গুলো ...
ঘোষণা করলো নতুন লড়াইয়ের পত্তন |
এখন প্রতিটি মুহূর্ত কাটবে,
দিশেহারা ইচ্ছেগুলো কে শাসন করতে |
আর ধুলো মাখা কড়িকাঠ গুলো ...
ঘোষণা করলো নতুন লড়াইয়ের পত্তন |
এখন প্রতিটি মুহূর্ত কাটবে,
দিশেহারা ইচ্ছেগুলো কে শাসন করতে |
Saturday, December 4, 2010
ভাগ সালা
অরূপরতন আর্তি জানায়
অরণ্যপ্রভা কে,
facebook-এ add করো সোনা...
মোলায়েম অন্গুলিচালনে
রিমোট ডেস্কটপ থেকে ভেসে আসে,
"ভাগ সালা!"
অরূপ খেললো মাফিয়া ওয়ারস,
মেটাতে মনের জ্বালা|
অরণ্যপ্রভা কে,
facebook-এ add করো সোনা...
মোলায়েম অন্গুলিচালনে
রিমোট ডেস্কটপ থেকে ভেসে আসে,
"ভাগ সালা!"
অরূপ খেললো মাফিয়া ওয়ারস,
মেটাতে মনের জ্বালা|
Friday, December 3, 2010
স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা
সূর্য্য মাখা ক্লান্ত সকালে,
স্বপ্ন, আশা, ও সমঝোতা নিয়ে...
এসে ছিলাম বদলে যেতে |
বদলে ফেলেছি অনেক কিছুই,
কিছু শুন্যস্থান ছাড়া|
স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা...
চেনা মানুষ ও অচেনা পরিস্থিতির মাঝে |
স্বপ্ন, আশা, ও সমঝোতা নিয়ে...
এসে ছিলাম বদলে যেতে |
বদলে ফেলেছি অনেক কিছুই,
কিছু শুন্যস্থান ছাড়া|
স্মৃতির বোঝা নিয়ে ফিরছি একা...
চেনা মানুষ ও অচেনা পরিস্থিতির মাঝে |
Wednesday, December 1, 2010
ডিম টোস্ট
ডিম টোস্ট এর কিছু টুকরো
না তোমার চাহনি....বক্র....
আমি ঠিক কি চাই,
বুঝতে পারি না কিছুতেই!
একটার দাম ছ' টাকা
আর অন্যটা মরীচিকা|
না তোমার চাহনি....বক্র....
আমি ঠিক কি চাই,
বুঝতে পারি না কিছুতেই!
একটার দাম ছ' টাকা
আর অন্যটা মরীচিকা|
তিন দিনের রুটিন
মনে নেই শেষ কবে লিখেছিলাম,
সুজাতার স্বপ্নময় চোখ নিয়ে পদ্য |
শেষ কবে এঁকেছিলাম,
তার সুহাস মুখের ছবি......
কিছু জিনিষ এর হিসেব রাখা কঠিন,
মানতে চাই না মন, তিন দিনের এই রুটিন|
সুজাতার স্বপ্নময় চোখ নিয়ে পদ্য |
শেষ কবে এঁকেছিলাম,
তার সুহাস মুখের ছবি......
কিছু জিনিষ এর হিসেব রাখা কঠিন,
মানতে চাই না মন, তিন দিনের এই রুটিন|
ডি. সি. ভড়
পূর্ব দিগন্তে ওঠে ডিজিটাল রবি
কাব্যে ছুড়ছে কাদা কেনিয়ার কবি |
কনকনে শীত পরে আমাদের দেশে
তোমার গরম মাথা কিবা যায় আসে |
আমি যাই লন্ডন তুমি লালগড়
দেখে নিন ছবি সই.."ডি. সি. ভড়" |
কাব্যে ছুড়ছে কাদা কেনিয়ার কবি |
কনকনে শীত পরে আমাদের দেশে
তোমার গরম মাথা কিবা যায় আসে |
আমি যাই লন্ডন তুমি লালগড়
দেখে নিন ছবি সই.."ডি. সি. ভড়" |
Monday, November 29, 2010
অন্ধকারেই ছুড়ি ঢিল
কেউ ডাকে না...
তবুও পিছু ফিরে বারে বারে,
সুখের খোঁজ-এ এগোনো হয় না আর|
কেউ শোনে না...
তবুও কেঁদে কেঁদে বারে বারে,
আশাবাদের টিউব-লাইট হয় ফিউস|
তোমাদের লন্ঠন-এ তেল কম,
আর আমার মধ্যে আগুন কম...
তাই এবার কার মত,
অন্ধকারেই ছুড়ি ঢিল |
তবুও পিছু ফিরে বারে বারে,
সুখের খোঁজ-এ এগোনো হয় না আর|
কেউ শোনে না...
তবুও কেঁদে কেঁদে বারে বারে,
আশাবাদের টিউব-লাইট হয় ফিউস|
তোমাদের লন্ঠন-এ তেল কম,
আর আমার মধ্যে আগুন কম...
তাই এবার কার মত,
অন্ধকারেই ছুড়ি ঢিল |
Sunday, November 28, 2010
ব্যর্থ হচ্ছি অনবরত
ভাবছি একটা কাব্য লিখি তোমার কাজল নিয়ে...
ভাবছি কিছু পংক্তি তে ধরি বিদ্যুত-সম হাসি|
ব্যর্থ হচ্ছি অনবরত,
বেরোয় না সেই সৃষ্টি...
এক পেট খেয়ে মুর্গ-বিরিয়ানি ,
মুখে পুরেছি জেলুসিল খানি ,
অম্বলে আজ হারিয়ে ফেলেছি ক্রিয়েটিভিটির পুষ্টি!
ভাবছি কিছু পংক্তি তে ধরি বিদ্যুত-সম হাসি|
ব্যর্থ হচ্ছি অনবরত,
বেরোয় না সেই সৃষ্টি...
এক পেট খেয়ে মুর্গ-বিরিয়ানি ,
মুখে পুরেছি জেলুসিল খানি ,
অম্বলে আজ হারিয়ে ফেলেছি ক্রিয়েটিভিটির পুষ্টি!
Wednesday, November 24, 2010
ধন্যবাদ
ধন্যবাদ...
ধন্যবাদ তাদের... যারা করে তুলেছে,
প্রতি টি সন্ধ্যা কে রঙিন |
ধন্যবাদ তাদের.. যারা তারিফ করেছে
আমার প্রতিটি সৃষ্টির |
ধন্যবাদ সেই পাতায় ভরা গাছপালা,
সেই সোনালী রোদ্দুর মাখা সকাল গুলো কে|
ধন্যবাদ সেই সম্মতি মাখা হাসি,
সেই আবেগভরা কৃতজ্ঞতা কে |
ধন্যবাদ...
বেঁচে থাকার মুহূর্ত গুলি কে |
ধন্যবাদ তাদের... যারা করে তুলেছে,
প্রতি টি সন্ধ্যা কে রঙিন |
ধন্যবাদ তাদের.. যারা তারিফ করেছে
আমার প্রতিটি সৃষ্টির |
ধন্যবাদ সেই পাতায় ভরা গাছপালা,
সেই সোনালী রোদ্দুর মাখা সকাল গুলো কে|
ধন্যবাদ সেই সম্মতি মাখা হাসি,
সেই আবেগভরা কৃতজ্ঞতা কে |
ধন্যবাদ...
বেঁচে থাকার মুহূর্ত গুলি কে |
পরাবাস্তবিক প্রতিচ্ছবি
পরাবাস্তবিক প্রতিচ্ছবি গুলি
পুনর্বাসিত হচ্ছে প্রতিনীয়ত |
ঘষা কাঁচ এর মত আবছা সিলুএট-এও
আমি দেখতে পাই তোমার গোলাপী হাঁসি |
আমার শুষ্ক কবিতা গুলি কে এসে জল দাও,
আমার নির্জন সন্ধ্যা গুলোয় বাজাও বাঁশি,
আমার অমাবস্যার আকাশে হও কোজাগরী শশী|
পুনর্বাসিত হচ্ছে প্রতিনীয়ত |
ঘষা কাঁচ এর মত আবছা সিলুএট-এও
আমি দেখতে পাই তোমার গোলাপী হাঁসি |
আমার শুষ্ক কবিতা গুলি কে এসে জল দাও,
আমার নির্জন সন্ধ্যা গুলোয় বাজাও বাঁশি,
আমার অমাবস্যার আকাশে হও কোজাগরী শশী|
বিলীয়মান প্রেম
ফিকে হয়ে যায় হৃত্স্পন্দন
মৃদু হয়ে যায় আর্তি...
স্বপ্নেও আর দেখি না এখন
তোমার সুহাস মূর্তি...
মৃদু হয়ে যায় আর্তি...
স্বপ্নেও আর দেখি না এখন
তোমার সুহাস মূর্তি...
নলিনীর নস্যি
নৈশালোকে নস্যি নিলেন নলিনী মোহন ধর
ঝাঝালো গন্ধে উঠলো ভরে বৈঠক খানা ঘর
হ্যাচ্ছ হাঁচি হাঁচলে সবাই
নলিনী বাবু দিলেন দাবাই
বল্লেন দিতে নাকের ফুটোয় মোষের দুধের সর!
ঝাঝালো গন্ধে উঠলো ভরে বৈঠক খানা ঘর
হ্যাচ্ছ হাঁচি হাঁচলে সবাই
নলিনী বাবু দিলেন দাবাই
বল্লেন দিতে নাকের ফুটোয় মোষের দুধের সর!
তোমাকে খাওয়াবো হোআইট মিট
তোমাকে খাওয়াবো হোআইট মিট
তোমায় ঘোরাবো কলেজ স্ট্রিট
তোমায় চড়াব সস্তা নাগরদোলা...
তুমিই আমার চিলি চিকেন
তুমিই আমার বুকের পেইন
তোমারি জন্য পড়া ভুলে খাই কানমলা!
Inspired By: Chandrabindu
তোমায় ঘোরাবো কলেজ স্ট্রিট
তোমায় চড়াব সস্তা নাগরদোলা...
তুমিই আমার চিলি চিকেন
তুমিই আমার বুকের পেইন
তোমারি জন্য পড়া ভুলে খাই কানমলা!
Inspired By: Chandrabindu
ডবল রেকর্ড
Guiness Book-এ নাম তুলতে গনেশ মোহন সেন
এক সিটিং-এ খেলেন গিলে দুশ' ষোলো hen
হজম যন্ত্র বিগড়ে গেল
হজমি গুলিও রেকর্ড খেলো!
ডবল রেকর্ড করে গনেশ যশ-খ্যাতি করে gain!
এক সিটিং-এ খেলেন গিলে দুশ' ষোলো hen
হজম যন্ত্র বিগড়ে গেল
হজমি গুলিও রেকর্ড খেলো!
ডবল রেকর্ড করে গনেশ যশ-খ্যাতি করে gain!
Thursday, November 18, 2010
ফিটনেস সংক্রান্ত
নিউট্রিসন ফ্যাক্ট বলছে ক্যালরি খুবই কম
তাই তো খোকা ওটমিল খায়, খায়না আলুর দম
সাধ থাকলেও ছাড়তে হলো কোর্মা-কাবাব খাওয়া
বিশ্ব-ভুবন জুড়ে কেবল ফিটনেস-এরই হওয়া!
এমন সময় স্বপ্নে এসে দিলেন দেখা তিনি
বললেন, "ওরে পাগলা ভোলা, করছিস কি শুনি?
কইলো খোকা করুন কন্ঠে, "মাফ কর হে দেবী...
ওয়েস্ট-লাইন না কমলে জুটবে না বউ 'হেব্বি'!! "
তাই তো খোকা ওটমিল খায়, খায়না আলুর দম
সাধ থাকলেও ছাড়তে হলো কোর্মা-কাবাব খাওয়া
বিশ্ব-ভুবন জুড়ে কেবল ফিটনেস-এরই হওয়া!
এমন সময় স্বপ্নে এসে দিলেন দেখা তিনি
বললেন, "ওরে পাগলা ভোলা, করছিস কি শুনি?
কইলো খোকা করুন কন্ঠে, "মাফ কর হে দেবী...
ওয়েস্ট-লাইন না কমলে জুটবে না বউ 'হেব্বি'!! "
Wednesday, November 17, 2010
কুস্তি
নিজের সৃষ্টিশীলতার সঙ্গে কুস্তি করছে,
নাম না জানা এক শিল্পী |
ক্যানভাস-এ ধরতে চায় সে....
এক টুকরো যন্ত্রণা |
প্রতিবার এর মত এবারও,
ষড়যন্ত্র করছে জীবন!
নাম না জানা এক শিল্পী |
ক্যানভাস-এ ধরতে চায় সে....
এক টুকরো যন্ত্রণা |
প্রতিবার এর মত এবারও,
ষড়যন্ত্র করছে জীবন!
একা একা কাব্য লেখার আনন্দ
দেয়াল এর টিকটিকি টার দিকে চেয়ে রই
পরম কৌতুহল-এ....
ওই বিশাল বিস্তৃতি তে,
কিভাবে সে একা রাজত্ত্ব করছে |
চেয়ে রই ওই মনোযোগী মাকড়সার দিকে,
কিভাবে গড়ে তুলছে তিলে তিলে
জটিল জাল রাজ্য |
দেখছি এবং অনুভব করছি,
একা একা কাব্য লেখার আনন্দ |
পরম কৌতুহল-এ....
ওই বিশাল বিস্তৃতি তে,
কিভাবে সে একা রাজত্ত্ব করছে |
চেয়ে রই ওই মনোযোগী মাকড়সার দিকে,
কিভাবে গড়ে তুলছে তিলে তিলে
জটিল জাল রাজ্য |
দেখছি এবং অনুভব করছি,
একা একা কাব্য লেখার আনন্দ |
Wednesday, November 10, 2010
লিমেরিক ১
হরিনাম করে হাবু হামবড়া সুরে
হরমোন-বিলাসীর মন ফুরফুরে
হাঁদারাম হাবাগোবা
প্রেম্কালে হয় বোবা
স্বপ্নের ময়নারা চলে যায় উড়ে!
হরমোন-বিলাসীর মন ফুরফুরে
হাঁদারাম হাবাগোবা
প্রেম্কালে হয় বোবা
স্বপ্নের ময়নারা চলে যায় উড়ে!
Tuesday, November 9, 2010
একশ গ্রাম জীবন
একশ গ্রাম জীবন আর হাজার পাউন্ড বোঝা
তার মধ্যে উপরি চাপ ..তোমায় ভালো বোঝা
সহজ ছিলাম আমি , সহজ থাকতে চাই
জটিল হবার হাতছানি আজ দিওনা আমায় তাই
তার মধ্যে উপরি চাপ ..তোমায় ভালো বোঝা
সহজ ছিলাম আমি , সহজ থাকতে চাই
জটিল হবার হাতছানি আজ দিওনা আমায় তাই
Wednesday, November 3, 2010
বেড়াল-কুত্তা যুদ্ধ
ভিজে বেড়াল এর ভাজা মাছ টায়
ভাড়াটে কুত্তা ভুলে' মুখ দেয়
বেড়াল বলে, "কুত্তে কামিনে!"
কুত্তা বলে, "খিস্তি দিবি নে!"
যুদ্ধ লাগলো চরম, দুজনে
কুত্তা একটু ভারী, ওজনে
অসম যুদ্ধে জিতলো কুকুর
মাছ ভাজা খেয়ে তুলল ঢেকুর...
ভাড়াটে কুত্তা ভুলে' মুখ দেয়
বেড়াল বলে, "কুত্তে কামিনে!"
কুত্তা বলে, "খিস্তি দিবি নে!"
যুদ্ধ লাগলো চরম, দুজনে
কুত্তা একটু ভারী, ওজনে
অসম যুদ্ধে জিতলো কুকুর
মাছ ভাজা খেয়ে তুলল ঢেকুর...
Tuesday, November 2, 2010
প্রলয় হয়নি বহুকাল...
প্যারানয়েড পৃথিবী তে
প্রলয় হয়নি বহুকাল...
তাই বার বেড়েছে সবার...
সবাই হয়েছে বড় বাল!
হোল হুইট ব্রেড খেয়ে খেয়ে
মস্তানি করে মলয় সেন
ম্যাও ধরা অত সহজ নয়
হাতে ধরো তুমি হারিকেন!!
প্রলয় হয়নি বহুকাল...
তাই বার বেড়েছে সবার...
সবাই হয়েছে বড় বাল!
হোল হুইট ব্রেড খেয়ে খেয়ে
মস্তানি করে মলয় সেন
ম্যাও ধরা অত সহজ নয়
হাতে ধরো তুমি হারিকেন!!
Friday, October 29, 2010
কবিতারা সব শুয়ে আছে
কবিতারা সব শুয়ে আছে
ওই সঙ্কোচভরা কবরে..
সুররিয়াল আজ সুর হারিয়ে
চিত্কার করে, "বাবা রে!!"
শীতল দেয়াল, হলুদ বাতি ,
শ্যাওলা মাখা মেঝে
তারই মাঝে বিষাদ বাঁশি
পিন পিন করে বাজে...
সর্ব ঘটের কাঁঠালী কলা
থেঁতলে দিয়েছে কারা,
রক্তে রাঙানো canvas
যেন abstraction -এ ভরা...
ওই সঙ্কোচভরা কবরে..
সুররিয়াল আজ সুর হারিয়ে
চিত্কার করে, "বাবা রে!!"
শীতল দেয়াল, হলুদ বাতি ,
শ্যাওলা মাখা মেঝে
তারই মাঝে বিষাদ বাঁশি
পিন পিন করে বাজে...
সর্ব ঘটের কাঁঠালী কলা
থেঁতলে দিয়েছে কারা,
রক্তে রাঙানো canvas
যেন abstraction -এ ভরা...
Tuesday, October 26, 2010
আমরা ব্রাত্য
আমরা ব্রাত্য..
আমাদের কোনো অধিকার নেই ভালবাসার
আমাদের কোনো অধিকার নেই গান গাওয়ার
আমাদের নেই তোমাদের মত কেতা
আমাদের নেই সঞ্চারী বা সুজাতা
তাই আমরা বাল ছিঁড়ে যায় শুধু
গরম জলে গুলে খায় লেবু-মধু!
আমাদের কোনো অধিকার নেই ভালবাসার
আমাদের কোনো অধিকার নেই গান গাওয়ার
আমাদের নেই তোমাদের মত কেতা
আমাদের নেই সঞ্চারী বা সুজাতা
তাই আমরা বাল ছিঁড়ে যায় শুধু
গরম জলে গুলে খায় লেবু-মধু!
Monday, October 25, 2010
লিমেরিক ২
বৈকাল হ্রদ-এ তে নৌকো বিহার
করেছিল ছোট মেসো চার পাঁচ বার
আজ বৈকালে
চুম্কিয়ে মাল-এ
সেই স্মৃতি আওড়ায় মেসো বার বার!
করেছিল ছোট মেসো চার পাঁচ বার
আজ বৈকালে
চুম্কিয়ে মাল-এ
সেই স্মৃতি আওড়ায় মেসো বার বার!
Tuesday, October 19, 2010
লিমেরিক ৩
মিন্টো পার্ক-এ মন্টু মোড়ল মৌমাছি ধরে সখে
মুষড়ে পরা মান্কির দল দাঁত খিচিয়ে দেখে
ফ্যাত ফ্যাত সাই সাই
মদ খেয়ে হয়ে high,
বাউন্ডুলে প্রেমিক পালায় প্রেমিকা কে bar-এ রেখে!
মুষড়ে পরা মান্কির দল দাঁত খিচিয়ে দেখে
ফ্যাত ফ্যাত সাই সাই
মদ খেয়ে হয়ে high,
বাউন্ডুলে প্রেমিক পালায় প্রেমিকা কে bar-এ রেখে!
Monday, October 18, 2010
লিমেরিক ৪
জিটিভি তে আইটেম সং নাচতে ছিল রম্ভা
দেখতে গিয়ে রাত-দুপুরে বাম্বু খেল বুম্বা,
নিশ্চিত ঘুম ছেড়ে
বাবা এলেন তেড়ে
ভালগার নাচ দেখার দায়ে পিঠে পড়ল খাম্বা!!
দেখতে গিয়ে রাত-দুপুরে বাম্বু খেল বুম্বা,
নিশ্চিত ঘুম ছেড়ে
বাবা এলেন তেড়ে
ভালগার নাচ দেখার দায়ে পিঠে পড়ল খাম্বা!!
Friday, October 15, 2010
পরাজয়
দাম্ভিক দুর্যোধনের আধ-খাওয়া দধি কর্মায়
দামড়া মাছি বসেছে কিছু...
ভন ভন ভন ভন ভন ভন,
বিনা যুদ্ধে নিঃশেষিত হলো বাটি-ভর্তি খাদ্য!
দামড়া মাছি বসেছে কিছু...
ভন ভন ভন ভন ভন ভন,
বিনা যুদ্ধে নিঃশেষিত হলো বাটি-ভর্তি খাদ্য!
Thursday, September 30, 2010
এখনো জেগে আছি
এখনো জেগে আছি...
ততক্ষণ জাগব যতক্ষণ না জ্বালা করবে চোখ
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না পাবে হিসু
তারপর জাগবো...
ততক্ষণ জাগব যতক্ষণ না ঘুম পাবে আবার...
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না দুস্বপ্ন জাগিয়ে দেবে দুম করে!
তারপর জাগবো...আর ঘুমোবো না....
এইভাবেই চলবে...
ততক্ষণ জাগব যতক্ষণ না জ্বালা করবে চোখ
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না পাবে হিসু
তারপর জাগবো...
ততক্ষণ জাগব যতক্ষণ না ঘুম পাবে আবার...
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না দুস্বপ্ন জাগিয়ে দেবে দুম করে!
তারপর জাগবো...আর ঘুমোবো না....
এইভাবেই চলবে...
আলো জ্বেলো
মাঝে মাঝে এসে আলো জ্বেলো...
তোমার আড়াই তলার জানলা তে...
জানিয়ে যেও এখনো আছো টিকে,
জীবন এর এই সংগ্রাম-ময় পথে.
যেদিন হব সফর-সঙ্গী
প্রয়োজন হবে না এই সংকেত!
তোমার আড়াই তলার জানলা তে...
জানিয়ে যেও এখনো আছো টিকে,
জীবন এর এই সংগ্রাম-ময় পথে.
যেদিন হব সফর-সঙ্গী
প্রয়োজন হবে না এই সংকেত!
Sunday, September 26, 2010
তোমাকে চাই
যখন লাগে না একটুও ভালো সুমন-নচির গান
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...
হ্যা...শুধু তোমাকেই চাই....
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...
হ্যা...শুধু তোমাকেই চাই....
Thursday, September 23, 2010
লিমেরিক ৫
অষ্টাদশী অষ্টপ্রহর মাসকারা দেয় চোখে,
পাশের বাড়ির দামড়া খোকা চুমুক দিয়ে কোক-এ
মাপছে যে তার রূপ,
রাত্তির নিশ্চুপ,
পূর্বরাগ এর অসীম চাপ-এ সস্তা বিড়ি ফোঁকে!!
পাশের বাড়ির দামড়া খোকা চুমুক দিয়ে কোক-এ
মাপছে যে তার রূপ,
রাত্তির নিশ্চুপ,
পূর্বরাগ এর অসীম চাপ-এ সস্তা বিড়ি ফোঁকে!!
লিমেরিক ৬
অড়হর ডাল-এ ফেলে দেব আজ কয়েক ফালি গাজর
তার সাথে নেব ভাজা ভাজা করে বিলিতি পাঁঠার পাঁজর
সঙ্গে রবে ভাত
বাহ বাহ কেয়া বাত!
আজ রাতে আর রাখব না কোনো কাজ কম্ম মেজর!
তার সাথে নেব ভাজা ভাজা করে বিলিতি পাঁঠার পাঁজর
সঙ্গে রবে ভাত
বাহ বাহ কেয়া বাত!
আজ রাতে আর রাখব না কোনো কাজ কম্ম মেজর!
Wednesday, September 22, 2010
লিমেরিক ৭
মুর্গীর ঝোলে পড়েছে আজকে প্রচুর লঙ্কা গুঁড়ো,
বিশ্বামিত্র চিবিয়ে খেলেন বোয়াল মাছের মুড়ো..
ভোজন-বিলাসী সন্ত,
খাওয়ার নেইকো অন্ত,
হজম করতে শেষ পাতে খান এক মণ দই পুরো!
বিশ্বামিত্র চিবিয়ে খেলেন বোয়াল মাছের মুড়ো..
ভোজন-বিলাসী সন্ত,
খাওয়ার নেইকো অন্ত,
হজম করতে শেষ পাতে খান এক মণ দই পুরো!
Thursday, September 16, 2010
তুই
তুই একদম আমার মত....
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...
তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...
তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...
তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...
তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !
অল্টারনেটিং কারেন্ট এর মতই ...
অল্টারনেটিং কারেন্ট এর মতই
ওঠানামা করছিল অর্বাচীন আবেগ...
বুঝি না কি এর সমাধান,
অসংখ্য পেঁয়াজির শ্রাদ্ধ করে...
হয়েছে সাময়িক মুশকিল-আসান.
কিন্তু যখন অম্বল হবে...
কে বোলাবে মাথায় হাত?
তুই না তোর বাপ?
ওঠানামা করছিল অর্বাচীন আবেগ...
বুঝি না কি এর সমাধান,
অসংখ্য পেঁয়াজির শ্রাদ্ধ করে...
হয়েছে সাময়িক মুশকিল-আসান.
কিন্তু যখন অম্বল হবে...
কে বোলাবে মাথায় হাত?
তুই না তোর বাপ?
Wednesday, September 15, 2010
লিমেরিক ৮
হাঁটতে হাঁটতে টুপ করে পরে এক চিলতে ঘাম,
কিশোর কাকু উঠলেন গেয়ে, মস্তানি ইয়েহ শাম....
তোমার আমার দেখা
manhattan-এ একা
দুজন মিলে পান করবো দেদার white rum!!
কিশোর কাকু উঠলেন গেয়ে, মস্তানি ইয়েহ শাম....
তোমার আমার দেখা
manhattan-এ একা
দুজন মিলে পান করবো দেদার white rum!!
Monday, September 13, 2010
সমান্তরাল ইচ্ছে
অমলকান্তি হতে চেয়েছিল রোদ্দুর...
আর আমি খেতে চেয়েছিলাম শাঁক-আলু,
আমাদের চাওয়া গুলো আলাদা
কিন্তু চাহিদার মাপ একই....
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি,
আর আমি বসে আছি আশায় আশায়....
আর আমি খেতে চেয়েছিলাম শাঁক-আলু,
আমাদের চাওয়া গুলো আলাদা
কিন্তু চাহিদার মাপ একই....
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি,
আর আমি বসে আছি আশায় আশায়....
শেষ কবিতা
যদি বলা হত লিখে যাও আজ শেষের কবিতা খানি...
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.
Friday, September 10, 2010
ছেঁড়া প্যান্টুল
ভোরের স্বপ্নে এসে হেসে গেছিলে তুমি
আমার ছেঁড়া প্যান্টুল এর খিল্লি উড়িয়ে....
যদি কথা দাও আসবে আবার...বার বার এমনি করে,
পয়সা খরচ করে আলমারি দেব ছেঁড়া প্যান্ট-এ ভরিয়ে!!
আমার ছেঁড়া প্যান্টুল এর খিল্লি উড়িয়ে....
যদি কথা দাও আসবে আবার...বার বার এমনি করে,
পয়সা খরচ করে আলমারি দেব ছেঁড়া প্যান্ট-এ ভরিয়ে!!
Wednesday, September 8, 2010
অমানুষ
পিয়েজো-ইলেকট্রিক পায়জামায়
ন্যানো-কৃস্টালিন দড়ি,
কেন খুলে দিলি টেনে?
যদি খেলতাম চু কিতকিত...
সকল নিয়ম মেনে,
গাইতে হত না গান, নিয়ে কন্ঠ রোদনভরা
"দিল আইসা কিসী নে মেরা তোরা"
ন্যানো-কৃস্টালিন দড়ি,
কেন খুলে দিলি টেনে?
যদি খেলতাম চু কিতকিত...
সকল নিয়ম মেনে,
গাইতে হত না গান, নিয়ে কন্ঠ রোদনভরা
"দিল আইসা কিসী নে মেরা তোরা"
অসহায়তা
জিনেদিন জিদান এর ছোট চুল এর মতই
ছোট আমার আত্ম-বিশ্বাস...
তবুও করি হাঁস ফাঁস,
মধু খাবার লোভ-এ
অর্থগনাল ফ্রিকুএন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং
গড়াগড়ি খাচ্ছে পি. ডি. এফ রাজ্যে,
চরম অবহেলায়!
আর আমি খুজছি ফেসবুক-এ তোমায়.....
ছোট আমার আত্ম-বিশ্বাস...
তবুও করি হাঁস ফাঁস,
মধু খাবার লোভ-এ
অর্থগনাল ফ্রিকুএন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং
গড়াগড়ি খাচ্ছে পি. ডি. এফ রাজ্যে,
চরম অবহেলায়!
আর আমি খুজছি ফেসবুক-এ তোমায়.....
ডায়ারিয়া
ধুসর ধনেপাতা চিবিয়ে....
ডায়ারিয়া হয়েছে প্রবল!
বিষ্ঠা হারিয়েছে পূর্ব হাল
হাগা হয়না তাল তাল,
কেবলই তরল আত্মসমর্পণ!
তোমাকে হারিয়ে অশ্রুবিন্দুও....
বয়নি এমন সাবলীলতায়....
ডায়ারিয়া হয়েছে প্রবল!
বিষ্ঠা হারিয়েছে পূর্ব হাল
হাগা হয়না তাল তাল,
কেবলই তরল আত্মসমর্পণ!
তোমাকে হারিয়ে অশ্রুবিন্দুও....
বয়নি এমন সাবলীলতায়....
Friday, September 3, 2010
মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধি হেতু....চাউমিন প্লেট-এ কম..
পাড়ার মোড়ে এর দোকান টা আজ কল্লে হতোদ্যম!
দশ টাকা প্রতি প্লেট ছিল যা, হয়েছে আজকে কুড়ি,
বাদবাকি খিদে মেটালাম খেয়ে, আড়াই টাকার মুড়ি !!
পাড়ার মোড়ে এর দোকান টা আজ কল্লে হতোদ্যম!
দশ টাকা প্রতি প্লেট ছিল যা, হয়েছে আজকে কুড়ি,
বাদবাকি খিদে মেটালাম খেয়ে, আড়াই টাকার মুড়ি !!
কুরকুরে
করবিকুঞ্জে কুরকুরে হাতে রইলাম পথ চেয়ে
এলো না গো সেথা ক্ষিদে নিয়ে পেটে আসমানী পরি ধেয়ে...
তাই খুটে খুটে কুরকুরে আমি খেয়ে নিই সব কটা,
unfiltered calorie-র জেরে হয়ে গেছি আমি মোটা!!
এলো না গো সেথা ক্ষিদে নিয়ে পেটে আসমানী পরি ধেয়ে...
তাই খুটে খুটে কুরকুরে আমি খেয়ে নিই সব কটা,
unfiltered calorie-র জেরে হয়ে গেছি আমি মোটা!!
ফুলনের ফুলুরি
ফুলান্দেবি ফুলুরি ভাজেন ফরিদপুর এর মোরে,
মন-মোহিনী গন্ধ সেটার ছুটল যে মাইসোর-এ!
গন্ধ শুকে চন্দন-চোর হলেন ভীষণ ফিদা...
ঠিক করলেন ফুলন হবেন তাহার নাতির দিদা!!
মন-মোহিনী গন্ধ সেটার ছুটল যে মাইসোর-এ!
গন্ধ শুকে চন্দন-চোর হলেন ভীষণ ফিদা...
ঠিক করলেন ফুলন হবেন তাহার নাতির দিদা!!
লিমেরিক ৯
করাল্কান্তি কুমুদ-কাননে কিউ কিউ করে কাঁদে
কমল-কলি ফেলেছে যে তাকে আঠালো প্রেমের ফাঁদে !!
চল চল ভাই
সুশি রোল খাই
অন্য লোকের প্রবলেম নিয়ে ভাববো দুদিন বাদে!!
কমল-কলি ফেলেছে যে তাকে আঠালো প্রেমের ফাঁদে !!
চল চল ভাই
সুশি রোল খাই
অন্য লোকের প্রবলেম নিয়ে ভাববো দুদিন বাদে!!
Monday, August 16, 2010
পট-পৌরি
শনিবার দুপুরে খেয়ে বাসি হাতি
দুইজন পালোয়ান করে মাতামাতি
কমল হাসান নাচে কুচিপুড়ি নাচ
ঘোষাল এর গলা তে দক্ষিণী টাচ!
জিরাফের বিয়েতে খেপে গিয়ে ভেক
গরিল্লার গুহ্যে গুঁজে দিল কেক!
সরকারী চাকুরীর অঢেল আমোদ
কাজ ফেলে কবিতা লেখে ডি. কে লোধ !!
সহবাগ মারে ছয়, ধোনি মারে চার...
কুমারটুলি তে আজ প্রতিমা হাজার!
দুইজন পালোয়ান করে মাতামাতি
কমল হাসান নাচে কুচিপুড়ি নাচ
ঘোষাল এর গলা তে দক্ষিণী টাচ!
জিরাফের বিয়েতে খেপে গিয়ে ভেক
গরিল্লার গুহ্যে গুঁজে দিল কেক!
সরকারী চাকুরীর অঢেল আমোদ
কাজ ফেলে কবিতা লেখে ডি. কে লোধ !!
সহবাগ মারে ছয়, ধোনি মারে চার...
কুমারটুলি তে আজ প্রতিমা হাজার!
Friday, July 9, 2010
নরহরি
নরহরি মল্লিক,
করিলেন বেল lick,
কোনো কিছু না পেয়ে খেতে...
তাই দেখে পোলা তার,
ছুটে গেল পেশোয়ার,
নিয়ে এলো আফগানী মেটে!
করিলেন বেল lick,
কোনো কিছু না পেয়ে খেতে...
তাই দেখে পোলা তার,
ছুটে গেল পেশোয়ার,
নিয়ে এলো আফগানী মেটে!
Subscribe to:
Posts (Atom)